বার্তা সংস্থা ইকনা: মঙ্গলবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) চীনের এই নতুন নিষেধাজ্ঞার সমালোচনা করে বলছে, চীন কয়েক ডজন ইসলামি নাম নিষিদ্ধ করেছে। এসব নিষিদ্ধ নাম রাখলে মুসলিম শিশুরা শিক্ষা ও সরকারি বিভিন্ন ধরনের সুবিধা থেকে বঞ্চিত হবে।
এইচআরডব্লিউ বলছে, সম্প্রতি জিনজিয়াং কর্তৃপক্ষ বিশ্বের মুসলিমদের ধর্মীয় আবেগকে অতিরঞ্জিত করতে পারে পারে এমন বেশ কিছু নাম নিষিদ্ধ ঘোষণা করেছে।
জিনজিয়াংয়ের এক কর্মকর্তা রেডিও ফ্রি এশিয়াকে বলেন, চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ‘জাতিগত সংখ্যালঘুদের জন্য নামকরণ নীতি’ অনুযায়ী ইসলাম, কুরআন, মক্কা, জিহাদ, ইমাম, সাদ্দাম, হজ্ব, মদিনাসহ আরো কিছু নাম নিষিদ্ধ করা হয়েছে।
নিষিদ্ধ নামের শিশুরা ব্যাংকের অ্যাকাউন্ট চালু, পারিবারিক নিবন্ধন, সরকারি স্কুলে ভর্তি ও অন্যান্য সামাজিক কাজের সুযোগ পাবেন না।
অস্থিতিশীল জিনজিয়াংয়ে সন্ত্রাসী কর্মকা-ের বিরুদ্ধে চীনের লড়াইয়ের অংশ হিসেবে নতুন এই পদক্ষেপ নেয়া হয়েছে। দেশটির সংখ্যালঘু মুসলিম উইঘুর সম্প্রদায়ের অন্তত এক কোটি সদস্য বসবাস করেন জিনজিয়াংয়ে।
হিউম্যান রাইটস ওয়াচ বলছে, ধর্মীয় চরমপন্থা প্রতিহত করার নামে ধর্মীয় স্বাধীনতা সীমিত করতে নতুন এই পদক্ষেপ নিয়েছে চীন। চীনের সংখ্যালঘু উইঘুর ও হ্যান সম্প্রদায় জিনজিয়াংয়ে সংখ্যাগরিষ্ঠ হলেও শুধুমাত্র উইঘুরদের ওপর এই কড়াকড়ি আরোপ বৈষম্যমূলক।
তবে নিষিদ্ধ নামের পুরো তালিকা প্রকাশ না করায় কোন নামগুলো ধর্মীয় তা এখনো পরিষ্কার নয়। এর আগে গত ১ এপ্রিল জিনজিয়াং কর্তৃপক্ষ অস্বাভাবিক দাড়ি ও জনসমক্ষে পর্দা নিষিদ্ধ করে। এছাড়া রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও’র অনুষ্ঠান প্রত্যাখ্যান করলে শাস্তির মুখোমিুখি হতে হবে বলে নতুন নিয়ম চালু করে।
এসব বিধি-বিধান বাক স্বাধীনতা ও মত প্রকাশের দেশীয় ও আন্তর্জাতিক নিয়ম নীতির লঙ্ঘন বলে এইচআরডব্লিউ মন্তব্য করেছে।