IQNA

কুরআন ও ইমাম হুসাইন (আ.) - পর্ব ৪

ইমাম হুসাইন (আ.)-এর রাজআত: নবী ও মুমিনদের প্রতি আল্লাহর সহায়তার ধারাবাহিকতা

10:41 - July 09, 2025
সংবাদ: 3477674
ইকনা- আল্লাহর পক্ষ থেকে নবী ও মুমিনদের প্রতি সহায়তা বিভিন্নভাবে প্রকাশ পেয়েছে। যেহেতু ইমাম হুসাইন (আ.) কারবালায় নির্মমভাবে শহীদ হয়েছেন, তাই তাঁর প্রতি আল্লাহর সহায়তা তাঁর দুনিয়ায় প্রত্যাবর্তনের (رجعت) মাধ্যমে অব্যাহত থাকবে।

আশুরার দিনে ইমাম হুসাইন (আ.)-এর বক্তব্য:

কুরআন ও ইমাম হুসাইন (আ.) - পর্ব ৪

ইমাম হুসাইন (আ.)-এর রাজআত: নবী ও মুমিনদের প্রতি আল্লাহর সহায়তার ধারাবাহিকতা

 

 

তিনি বলেছিলেন:"আমি হব সেই প্রথম ব্যক্তি যার জন্য পৃথিবী চিরে ফাটবে এবং আমি বাহির হবএকটি এমন বাহির হওয়া যা আমিরুল মুমিনীন (আ.)-এর বাহির হওয়া, আমাদের কায়েমের (ইমাম মাহদী আ.জ.) উত্তোলন ও রাসূলুল্লাহ (সা.)-এর জীবন ফিরে আসার সঙ্গতিপূর্ণ হবে।"

ইমাম সাদিক (আ.)-এর বর্ণনা: তিনি বলেন: "প্রথম ব্যক্তি যাঁর কবর বিদীর্ণ হবে এবং যিনি তাঁর মাথা থেকে মাটি সরাবেন, তিনি হলেন হুসাইন ইবনে আলী (আ.)। তিনি ৭৫,০০০ মানুষের সঙ্গে পুনরুত্থিত হবেন।"

এরপর তিনি এই দুটি আয়াত পাঠ করলেন:

কুরআনের আয়াত:

سورة غافر, আয়াত ৫১-৫২

"إِنَّا لَنَنْصُرُ رُسُلَنَا وَالَّذِينَ آمَنُوا فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيَوْمَ يَقُومُ الْأَشْهَادُ – يَوْمَ لَا يَنْفَعُ الظَّالِمِينَ مَعْذِرَتُهُمْ وَلَهُمُ اللَّعْنَةُ وَلَهُمْ سُوءُ الدَّارِ"

"নিশ্চয়ই আমরা আমাদের রাসূলগণকে ও যারা ঈমান এনেছে, তাদেরকে দুনিয়াতে ও সেই দিনে সাহায্য করব যেদিন সাক্ষীগণ দাঁড়াবে। সেদিন জালিমদের ওজর কোনো কাজে আসবে না; তাদের জন্য থাকবে অভিশাপ ও মন্দ পরিণাম।"

কুরআনে নবী ও মুমিনদের প্রতি আল্লাহর সাহায্যের বিভিন্ন দৃষ্টান্ত:

             নূহ (আ.):

"فَنَجَّيْنَاهُ وَمَنْ مَعَهُ فِي الْفُلْكِ"

"আমি তাঁকে ও তাঁর সঙ্গীদের নৌকায় রক্ষা করেছিলাম।"

             ইব্রাহিম (আ.):

"يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا"

"হে আগুন! তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিময় হও।"

             লূত (আ.):

"إِذْ نَجَّيْنَاهُ وَأَهْلَهُ أَجْمَعِينَ"

"আমি তাঁকে ও তাঁর পরিবারের সবাইকে (স্ত্রী ব্যতীত) রক্ষা করেছিলাম।"

             ইউসুফ (আ.):

"وَكَذَٰلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِي الْأَرْضِ"

"আমি এভাবে ইউসুফকে ভূমিতে প্রতিষ্ঠিত করেছিলাম।"

             শুয়াইব (আ.):

"نَجَّيْنَا شُعَيْبًا وَالَّذِينَ آمَنُوا مَعَهُ"

"আমি শুয়াইব ও তাঁর সঙ্গে যারা ঈমান এনেছিল তাদের রক্ষা করেছিলাম।"

             সালেহ (আ.):

"نَجَّيْنَا صَالِحًا وَالَّذِينَ آمَنُوا مَعَهُ"

"আমি সালেহ ও তাঁর সঙ্গী মুমিনদের উদ্ধার করেছিলাম।"

             হূদ (আ.):

"نَجَّيْنَا هُودًا وَالَّذِينَ آمَنُوا مَعَهُ"

"আমি হূদ ও তাঁর সঙ্গীদের বাঁচিয়েছিলাম।"

             ইউনুস (আ.):

"وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ"

"আমি তাঁকে দুঃখ থেকে মুক্ত করেছিলাম।"

             মূসা (আ.):

"وَأَنجَيْنَا مُوسَىٰ وَمَن مَّعَهُ أَجْمَعِينَ"

"আমি মূসা ও তাঁর সঙ্গীদের সবাইকে উদ্ধার করেছিলাম।"

             ঈসা (আ.):

"إِنِّي مُتَوَفِّيكَ وَرَافِعُكَ إِلَيَّ"

"আমি তোমাকে উঠিয়ে নেব ও আমার দিকে উত্তোলন করব।"

             রাসূল (সা.):

"إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُّبِينًا"

"নিশ্চয়ই আমি তোমার জন্য সুস্পষ্ট বিজয় এনেছি।"

             মুমিনগণ:

"وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنتُمْ أَذِلَّةٌ"

"বদরের যুদ্ধে যখন তোমরা দুর্বল ছিলে, তখন আল্লাহ তোমাদের সাহায্য করেছিলেন।"

 

এইসব দৃষ্টান্ত প্রমাণ করে যে, আল্লাহর পক্ষ থেকে সহায়তা শুধুমাত্র অতীতের জন্য নয়; বরং ভবিষ্যতেও, যেমন ইমাম হুসাইন (আ.)-এর رجعت-র মাধ্যমে, এই সাহায্য বিশ্বদর্শনে পুনরায় প্রকাশিত হবে। 3493713#

 

captcha