IQNA

বাংলাদেশে আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান: বেড়েছে নিত্যপণ্যের দাম

20:25 - May 27, 2017
সংবাদ: 2603153
বাংলাদেশে আগামীকাল (রোববার) থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান। এ মহান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের দাম কিছুটা বেড়েছে। আজ (শনিবার) বাজারে আসা ক্রেতারা বলছেন, রোজার অজুহাতে অনেক বিক্রেতা দাম বাড়িয়ে দিয়েছেন। তবে বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারে দাম বেড়েছে। এ কারণে তাঁরাও দাম বাড়াতে বাধ্য হয়েছেন।


পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ছোলা,  চিনি, মসুরের ডাল, তেল, খেঁজুর ও পেঁয়াজের দাম এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি দশ টাকা বেড়েছে।

ওদিকে, পবিত্র রমজান উপলক্ষে ১৫ মে থেকে বাজারদরের চেয়ে কম দামে পণ্য বিক্রি শুরু করেছে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ বা টিসিবি।

দেশের বিভাগীয় জেলা শহরে ১৮৫টি ভ্রাম্যমাণ ট্রাক, ২ হাজার ৮১১ জন পরিবেশক ও ১০টি খুচরা বিক্রয়কেন্দ্রের মাধ্যমে এ পণ্য বিক্রি করা হচ্ছে বলে ঘোষণা দেয় সংস্থাটি।

এসব জায়গায় ক্রেতারা কেজিপ্রতি ৫৫ টাকা দরে দেশি চিনি, ৮০ টাকা কেজি দরে মাঝারি দানার মসুর ডাল, ৮৫ টাকা লিটার দরে সয়াবিন তেল, ৭০ টাকা কেজি দরে ছোলা ও ১২০ টাকা কেজি দরে খেঁজুর কিনতে পারছেন ক্রেতারা।

আজ সকালে হাতিরপুল বাজারে নিত্যপণ্যের দাম তদারক করতে আসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, রমজানে যাতে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে থাকে, সে জন্য সিটি করপোরেশন নিয়মিত তদারক করবে। ব্যবসায়ীদের রমজান মাসে কম লাভ করে মানসম্মত ও ভেজালমুক্ত জিনিসপত্র বিক্রির অনুরোধ জানান মেয়র।

মেয়র আরও বলেন, রমজান মাসজুড়ে ভেজালবিরোধী অভিযান চলবে। খাদ্যে ভেজাল দেয়া ব্যবসায়ীদের ছাড় দেয়া হবে না।

এ প্রসঙ্গে জাতীয় তফসির পরিষদ, বাংলাদেশ’র সভাপতি  অহমেদ অবদুল কাইউম  রেডিও তেহরানকে বলেন, রমজানে দ্রব্য  মূল্য  নিয়ন্ত্রনে রাখা  ও রমজানের পবিত্রতা রক্ষার ব্যাপারে সরকারের সজাগ থাকা প্রয়োজন। তাছাড়া  মুসল্লিরা যাতে নির্বিঘ্নে তারাবি নামাজ অদায় করতে পারেন সেজন্য  বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

ওদিকে, রমজানকে স্বাগত জানিয়ে এবং  মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে গতকাল রাজধানীতে মিছিল করেছে খেলাফত মজলিস ও ইসলামি ঐক্য আন্দোলনসহ  বিভিন্ন ইসলামি সংগঠন। এ সময় তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের রাখার দাবি জানান।

একই সাথে বিভিন্ন বিদেশি চ্যানেলসহ প্রকাশ্য অশ্লীলতা, বেহায়াপনা, ঘুষ, মাদকদ্রব্যের ব্যবহার  বন্ধ এবং দিনের বেলা হোটেল রেঁস্তোরা বন্ধ রাখার দাবি জানানো হয়।
ট্যাগ্সসমূহ: বাংলাদেশ ، ইকনা ، রমজান ، দাম
captcha