IQNA

মৌরিতানীয় ক্বারির কণ্ঠে বিজয় ও বিজয়ের আয়াত তিলাওয়াত + ভিডিও

0:01 - August 10, 2025
সংবাদ: 3477856
ইকনা- মৌরিতানিয়ার ক্বারি “আহমেদ সৌদ”, বিজয় এবং বিজয়ের ধারণা সম্বলিত পবিত্র কুরআনের আয়াত তেলাওয়াত করে ফাতাহ ইকনা কুরআন প্রচারণায় অংশগ্রহণ করেছেন।

ইকনার প্রতিবেদন অনুযায়ীমরিতানিয়ার তরুণ ক্বারি আহমদ সাউদ পবিত্র কুরআনের বিজয় ও নুসরতের বার্তাবাহী কিছু আয়াত তিলাওয়াত করে ফাতহ’ কুরআনি প্রচারণায় অংশগ্রহণ করেছেন।

এই প্রচারণায় তিনি একটি ভিডিও পাঠিয়েছেনযেখানে সূরা মুবারক নাসরসূরা মুবারক ফাতহের প্রথম ৪টি আয়াত এবং সূরা মুবারক আলে ইমরানের ১৩৯ নম্বর আয়াত তিলাওয়াত করেছেন।

জায়নিস্ট শাসনের ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর হামলার পর এবং এমন পরিস্থিতিতে যখন ইসলামী বিপ্লবের শত্রুরা নানা ষড়যন্ত্রের মাধ্যমে ইরানের মহান জাতির মাঝে হতাশা সৃষ্টি ও মনোবল দুর্বল করার চেষ্টা করছেআন্তর্জাতিক কুরআন সংবাদ সংস্থা (ইকনা)-এর উদ্যোগে এই ফাতহ’ কুরআনি অভিযান শুরু হয়।

এই অভিযানের উদ্দেশ্য হলো ইসলামের সশস্ত্র বাহিনীর রণপুরুষদের মনোবল বৃদ্ধিসমাজে আশা ও শান্তি প্রতিষ্ঠা করা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কুরআনের ঐশী বার্তা প্রচার করা।

ইরান ও বিশ্বের বিভিন্ন দেশের প্রবীণতরুণ এবং সক্রিয় কুরআন অনুরাগীরা এই অভিযানে অংশগ্রহণের জন্য সূরা মুবারক ফাতহের প্রাথমিক আয়াতসমূহসূরা মুবারক আলে ইমরানের ১৩৯ নম্বর আয়াতসূরা মুবারক নাসর ইত্যাদি তিলাওয়াত করেতার ভিডিও ফাইল সামাজিক যোগাযোগ মাধ্যমের (ইতাবালে ইত্যাদি) fathadmin ঠিকানায় পাঠাতে পারবেন। 4295517#

captcha