IQNA

শহীদ হওয়ার কিছুক্ষণ পূর্বে কুরআনে চুম্বন করেছিল ১৮ মাসের শিশু + ভিডিও

23:54 - August 04, 2015
সংবাদ: 3339004
আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ঔপনিবেশিকদের পাশবিক হামলার ফলে ফিলিস্তিনের ১৮ মাসের শিশু ‘আলী দাওয়াবশা’ আগুন পুরে শহিদ হয়েছে। শহীদ হওয়ার কিছুক্ষণ পূর্বে পবিত্র কুরআন হাতে নিয়ে চুম্বন করেছিল আলী দাওয়াবশা। আর এ দৃশ্যটি বিভিন্ন সামাজিক নেটওয়ার্কে ব্যাপক সাড়া জাগিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: সম্প্রতি বিভিন্ন সমাজিক নেটওয়ার্কে ফিলিস্তিনের ১৮ মাসের শিশুর একটি ভিডিও ক্লীপ প্রকাশ হয়েছে। এ ভিডিও ক্লীপে দেখা যাচ্ছে যে, চরমপন্থী ইহুদিদের হাতে শহীদ হওয়ার কিছুক্ষণ পূর্বে শিশুটি পবিত্র কুরআনে চুম্বন করছিল।
এ ভিডিও ক্লিপে দেখা গিয়েছে, ১৮ মাসের শিশু সন্তান আলী দাওয়াবশা বইয়ের তাক হতে পবিত্র কুরআন নিয়ে বেশ কয়েক বার চুম্বর করছে এবং পরে পবিত্র কুরআনটি স্ব-স্থানে রেখে দিয়েছে।
ফিলিস্তিনের এই ১৮ মাসের শিশুকে পুড়িয়ে হত্যা করেছে উগ্রবাদী ইহুদিরা। আর এ হত্যার ফলে আন্তর্জাতিক মলহ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপ ইউনিয়ন তীব্র প্রতিবাদ জানিয়েছে।
গত শুক্রবার সকালে নাবলুস শহরের দক্ষিণাঞ্চলীয় ডুমা গ্রামের দুটি বাড়ীতে চরমপন্থি যায়নবাদী নাপাম ও ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়ে বাড়ী দুটিতে আগুন জ্বালিয়েছে। এ পাশবিক হামলার ফলে ১৮ মাসের ‘আলী সায়িদ দাওয়াবাশে’ নামের একটি শিশু নিহত হয়েছে এবং তার ৪ বছরের ভাই সহ পিতা ও মাতা আগুনে পুড়ে আহত হয়েছে।
বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সহ আরবি ও পশ্চিমা দেশ সমূহ ইসরাইলের এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ।
3338714

captcha