IQNA

আশুরার দিনে ইরাকে সরকারি ছুটি 

13:36 - July 16, 2024
সংবাদ: 3475738
ইকনা- ইরাকের প্রধানমন্ত্রী আশুরার দিনটিকে (এই সপ্তাহের বুধবার) সরকারি ছুটি ঘোষণা করেছেন।

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়িয়া আল-সুদানী বুধবার, ১৭ জুলাই, ২০২৪ সরকারি ছুটির আদেশ দিয়েছেন।
এর ভিত্তিতে ১০ই মহররম ও ইমাম হোসাইন (আ.)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আশুরা দিবসে সব সরকারি মন্ত্রণালয় ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
কারবালায় আশুরা দিবসের শোকের প্রস্তুতি সম্পন্ন করার ঘোষণা দিয়ে, ইরাকি কর্তৃপক্ষ ভবিষ্যদ্বাণী করেছিল যে মহররম মাসের প্রথম দশকে এই শহরে হোসেইনি (সা.)-এর শোক পালনের জন্য ষাট লাখ জিয়ারতকারী কারবালায় আসবেন।
উল্লেখ্য যে গ্র্যান্ড আয়াতুল্লাহ সিস্তানি যেহেতু সোমবার, ৮ জুলাই, ২০২৪কে মহরমের প্রথম হিসাবে ঘোষণা করেছিলেন, 17 জুলাই বুধবার ইরাকে আশুরার 10তম দিন হবে। আর এজন্য এই দিনটিকে সরকারী ছুটি হিসেবে ঘোষণা দিয়েছে।

captcha