
আল-আলামের বরাতে ইকনা জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল বিমান এয়ারফোর্স ওয়ান-এ নিউজার্সিতে অবস্থিত নিজের গলফ ক্লাবে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন:
“হামাস যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবকে ‘ইতিবাচক মনোভাব’ নিয়ে গ্রহণ করেছে—এটা ভালো লক্ষণ।”
তিনি আরও বলেন, "সম্ভবত আগামী সপ্তাহেই গাজা যুদ্ধবিরতি নিয়ে একটি চুক্তি স্বাক্ষর হতে পারে," যদিও এখনো তিনি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না।
হামাসের প্রতিক্রিয়া এবং যুদ্ধবিরতির খসড়া পরিকল্পনা
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে জানিয়েছে:“আমরা অভ্যন্তরীণ আলোচনার পর এবং অন্যান্য প্রতিরোধ গোষ্ঠী ও ফিলিস্তিনি আন্দোলনের সঙ্গে পরামর্শ করে যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী প্রস্তাবের প্রতি ইতিবাচক সাড়া দিয়েছি। এছাড়াও, এই পরিকল্পনা বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণে নতুন আলোচনায় অংশ নিতে প্রস্তুত আছি।”
যুদ্ধবিরতির প্রস্তাবনার মূল শর্তসমূহ (আমেরিকার পক্ষ থেকে প্রস্তাবিত)
যুদ্ধবিরতির সময়সীমা:
৬০ দিনের যুদ্ধবিরতি, যেখানে ট্রাম্প এই সময়ে ইসরায়েলের যুদ্ধবিরতির প্রতিশ্রুতিকে নিশ্চয়তা দেবেন।
বন্দি ও মরদেহ বিনিময়:
মোট ১০ জন জীবিত ইসরায়েলি বন্দি ও ১৮ জন নিহতের মরদেহ বিনিময় হবে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী:
দিন কার্যক্রম
১ম দিন ৮ জন জীবিত বন্দি মুক্তি
৭ম দিন ৫টি মরদেহ হস্তান্তর
৩০তম দিন আরও ৫টি মরদেহ হস্তান্তর
৫০তম দিন ২ জন জীবিত বন্দি মুক্তি
৬০তম দিন ৮টি মরদেহ হস্তান্তর
ইসরায়েলি সামরিক কার্যক্রম সংক্রান্ত শর্ত:
• যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই ইসরায়েলের সমস্ত সামরিক হামলা বন্ধ থাকবে।
• প্রতিদিন ১০ ঘণ্টা এবং বন্দি বিনিময়ের দিনগুলোতে ১২ ঘণ্টা করে গাজা অঞ্চলের উপর ড্রোন ও বিমান নজরদারি স্থগিত থাকবে।
মানবিক সাহায্য:
• যুদ্ধবিরতির চুক্তি অনুমোদনের পরপরই বিস্তৃত আকারে ত্রাণ সহায়তা গাজায় প্রবেশ করবে।
• সহায়তা সরবরাহ হবে জাতিসংঘ ও ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট-এর মাধ্যমে।
• ত্রাণ সরবরাহ ১৯ জানুয়ারি ২০২৫ সালের মানবিক চুক্তির মতো ব্যাপক ও পর্যাপ্ত হবে।
স্থায়ী সমাধান নিয়ে আলোচনা:
যুদ্ধবিরতির প্রথম দিন থেকেই কাতার, মিশর ও আমেরিকার তত্ত্বাবধানে স্থায়ী চুক্তির আলোচনার সূচনা হবে, যার মধ্যে থাকবে:
• (ক) সব অবশিষ্ট ইসরায়েলি বন্দি ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তির আলোচনা।
• (খ) ইসরায়েলি সেনা প্রত্যাহার ও গাজায় দীর্ঘমেয়াদি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পরিকল্পনা।
• (গ) গাজার বাস্তবায়ন পরিকল্পনা ও সময়সূচি নির্ধারণে পারস্পরিক প্রস্তাবনা। 4292642