আল-জাজিরার বরাতে একনায় রিপোর্টে বলা হয়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় দখলদার বাহিনীর হামলায় ৬০ জন শহীদ হয়েছেন (যার মধ্যে ২ জনকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে) এবং ৩৪৩ জন আহত হয়ে গাজার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
অনেক নিহত এখনও ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় পড়ে আছেন, যাদের কাছে এখনো উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেননি।
মন্ত্রণালয় আরও জানায়, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় মোট শহীদ সংখ্যা ৬২ হাজার ৬৪ জনে এবং আহত সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৫৩৭ জনে পৌঁছেছে।
শুধুমাত্র ১৮ মার্চ ২০২৫ থেকে এ পর্যন্ত ১০ হাজার ৫১৮ জন শহীদ হয়েছেন এবং ৪৪ হাজার ৫৩২ জন আহত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় খাদ্য সংগ্রহের চেষ্টা করতে গিয়ে ৩১ জন শহীদ এবং ১৯৭ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে এভাবে শহীদ হওয়া মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯৬ জনে এবং আহতের সংখ্যা ১৪ হাজার ৮৯৮ ছাড়িয়েছে।
এছাড়া, গতকাল গাজার বিভিন্ন হাসপাতালে অপুষ্টি ও অনাহারে মৃত্যুর ৩টি নতুন ঘটনা নথিভুক্ত হয়েছে। এ নিয়ে গাজায় দুর্ভিক্ষ ও অপুষ্টিজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৬ জনে, যাদের মধ্যে ১১২ জন শিশু। 4300750#