IQNA

দক্ষিণ সিরিয়ায় জোলানির বিদ্রোহীদের অপরাধ নিশ্চিত করেছে জাতিসংঘ

22:41 - July 18, 2025
সংবাদ: 3477723
ইকনা- জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন এই শুক্রবার (আজ) ঘোষণা করেছে যে দক্ষিণ সিরিয়ায় আবু মুহাম্মাদ আল-জোলানির নেতৃত্বাধীন বিদ্রোহীরা (তাহরির আল-শাম গোষ্ঠী) ফাঁসি, অপহরণ, ব্যক্তিগত সম্পত্তি ধ্বংস ও লুটপাট করেছে।

আল-আলম নিউজ সূত্রে ইকনা জানিয়েছে, ‘হায়াত তাহরির আল-শাম’ নামে পরিচিত এই সন্ত্রাসী গোষ্ঠী, যাদের নেতা আবু মুহাম্মাদ আল-জোলানি, তারা দক্ষিণ সিরিয়ার দ্রুজ সম্প্রদায়ের বিরুদ্ধে ভয়াবহ অপরাধ সংঘটিত করেছে বলে জাতিসংঘ নিশ্চিত করেছে।

 

স্পুটনিক বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, জাতিসংঘের এই সংস্থাটি এক প্রতিবেদনে জানায়:

 

> “আমরা বিশ্বাসযোগ্য সূত্র থেকে এমন রিপোর্ট পেয়েছি যেখানে দেখা যাচ্ছে ব্যাপক মাত্রায় নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘন ঘটেছে। এর মধ্যে রয়েছে বিচারবিহীন ফাঁসি, অপহরণ, ব্যক্তিগত সম্পত্তি ধ্বংস এবং বসতবাড়ি লুটপাট।”

 

 

 

জাতিসংঘ আরও জানিয়েছে, এই অপরাধগুলোর জন্য দায়ী ব্যক্তিদের মধ্যে রয়েছে সুরক্ষাবাহিনীর সদস্য, বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এবং অন্যান্য সশস্ত্র দল।

 

এদিকে, ইসরায়েল কয়েক মাস ধরে “দ্রুজদের সুরক্ষার” অজুহাতে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় অঞ্চলগুলোতে নিরস্ত্রীকরণ প্রক্রিয়া চালাতে চাইছে।

 

এই পরিপ্রেক্ষিতে, সিরিয়ার সেনাবাহিনী সোমবার সুয়েইদা শহরে প্রবেশ করে, যেখানে দ্রুজ এবং বেদুইন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ভারী অস্ত্র ব্যবহার করে সংঘর্ষ হয়। স্থানীয় সূত্র বলছে, দুই পক্ষের যানবাহন জব্দ করার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়।

 

এই সংঘর্ষে বেশিরভাগ হতাহত ব্যক্তি সশস্ত্র গোষ্ঠীর সদস্য হলেও কিছু নিরীহ বেসামরিক নাগরিকও আহত হয়েছেন। সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা (সানা) সোমবার রাতে জানায়, এই সংঘর্ষে ৩০ জনের বেশি নিহত এবং ১০০ জন আহত হয়েছে। 4294984#

 

captcha