IQNA

ইয়েমেন: নেগেভ ও ইইলাত বন্দরে তিনটি ড্রোন হামলা চালানো হয়েছে

8:53 - July 16, 2025
সংবাদ: 3477713
ইকনা- ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ঘোষণা করেছেন যে, নেগেভ ও ইইলাত বন্দরের গুরুত্বপূর্ণ লক্ষ্যে তিনটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ইয়েমেনি বাহিনীর নতুন সামরিক অভিযানের বিস্তারিত তুলে ধরেছেন।

তিনি বলেন, “একটি সমন্বিত ও যুগপৎ সামরিক অভিযানে আমরা ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনে দুটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুকে তিনটি ড্রোন দিয়ে আঘাত করেছি। এর মধ্যে, দখলদারদের একটি গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুনেগেভ অঞ্চলেদুটি ড্রোন দ্বারা, এবং উম্ম আল-রশরাশ (বর্তমানে ইইলাত) বন্দরে একটিতে হামলা চালানো হয়েছে। উভয় অভিযান সফল হয়েছে এবং নির্ধারিত লক্ষ্যে পৌঁছেছে।

তিনি আরও বলেন, “গাজাবাসীর ওপর ইসরায়েলি গণহত্যা পুরো মুসলিম উম্মাহকে তাদের ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্বের মুখোমুখি করেছে।

ইয়েমেনি বাহিনীর মুখপাত্র সতর্ক করে বলেন, “নীরবতা ও বিশ্বাসঘাতকতা দখলদার শত্রুকে তাদের সম্প্রসারণবাদী পরিকল্পনা বাস্তবায়ন করতে এবং বিভিন্ন জাতি ও রাষ্ট্রকে পরাজিত করে তাদের বিরুদ্ধে আগ্রাসনে উৎসাহিত করবে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনী একাধিকবার জানিয়েছে যে, যতক্ষণ না গাজা অবরোধ ও ইসরায়েলের আগ্রাসন বন্ধ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা দখলকৃত অঞ্চলের অভ্যন্তরে তাদের হামলা অব্যাহত রাখবে।

ইয়াহিয়া সারি আরও বলেন, “আমরা গাজার ওপর শত্রুর আগ্রাসন বন্ধ হওয়া এবং অবরোধ শেষ না হওয়া পর্যন্ত ফিলিস্তিনের নিপীড়িত জনগণ ও গৌরবময় প্রতিরোধের পাশে থেকে সামরিক অভিযান চালিয়ে যাবএই প্রতিরোধই সমগ্র মুসলিম উম্মাহর পক্ষ থেকে লড়ছে।

 

captcha