IQNA

আল্লাহর ধর্ম ভালোভাবে বুঝুন, কারণ তা জ্ঞান ও অর্ন্তদৃষ্টির চাবিকাঠি: ইমাম মুসা আল-কাযিম-আ.

20:29 - August 19, 2025
সংবাদ: 3477909
ইকনা- মহানবী মুহাম্মাদ (সা)'র আহলে বাইতের ধারায় জন্ম-নেয়া সপ্তম ইমাম হযরত আবুল হাসান মুসা ইবনে জাফর (আ.) জন্ম গ্রহণ করেন হিজরি ১২৮ সনে এবং শাহাদাত বরণ করেন ১৮৩ হিজরিতে।
কাযিম, আবদু সালিহ (সৎ বান্দাহ), বাবুল হাওয়ায়েজ (নানা সমস্যা সমাধানের দরজা)  ইত্যাদি তাঁর উপাধি। রাগ সংবরণে অশেষ ধৈর্যের জন্যই এই মহান ইমামকে বলা হত কাজেম বা কাযিম। তাঁর পিতা ছিলেন মহানবীর (সা) আহলে বাইতের ধারায় জন্ম-নেয়া ষষ্ঠ ইমাম ও বিশ্ব-বিশ্রুত ইসলামী মনীষী হযরত জাফর আস সাদিক (আ.)। পিতার শাহাদাতের পর ইমাম হন হযরত মুসা কাযিম (আ)। তাঁর ইমামতির জীবন ছিল ৩৫ বছর। 
 
ইমাম মুসা আল-কাযিম ও একদল ইহুদি ও খ্রিস্টান পণ্ডিতের মধ্যে বিতর্ক এবং কথোপকথন ঐতিহাসিক ও হাদিস সূত্রে বর্ণিত হয়েছে, যা তাদের প্রশ্নের উত্তরে দেয়া হয়েছিল। মুসনাদ আল-ইমাম আল-কাযিম বইতে তাঁর তিন হাজারেরও বেশি হাদিস সংগ্রহ করা হয়েছে। 
 
 ইমাম কাযিম এক হাদিসে বলেছেন: আল্লাহর ধর্মকে তথা ধর্মীয় বিধি-বিধানকে ভালোভাবে বোঝ, কারণ তা জ্ঞান ও অর্ন্তদৃষ্টির চাবিকাঠি। এ প্রবন্ধে এই হাদিসটির ব্যাখ্যা তুলে ধরা হল: 
 
আল্লাহর ধর্মের গভীরে প্রবেশ করার অর্থ কী?
 
এই হাদিস অনুসারে ধর্মকে কেবল ভাসা ভাসাভাবে জানা ও গ্রহণ করা ঠিক নয়। ইসলাম বলে: ধর্ম শিখো, প্রশ্ন করো এবং বুঝো কেন এতে এমন নির্দেশনা রয়েছে। যদি ধর্মকে গভীরভাবে গ্রহণ না করা হয়, তাহলে এটা যেন এমন যে কেউ কেবল একটি জ্ঞান-সমৃদ্ধ বই বা বৈজ্ঞানিক বই তার তাকটিতে রাখছে, কিন্তু তা পড়ছে না বা বুঝতে পারছে না!
 
ধর্মকে বোঝা অন্তর্দৃষ্টির চাবিকাঠি
 
যদি কেউ ধর্মের প্রকৃত অর্থ জানে, তাহলে তা অন্ধকারে পথ খুঁজে পেতে সাহায্যকারী একটি প্রদীপের মতো। এই জ্ঞান ছাড়া, একজন ব্যক্তি বিপথে যেতে পারে অথবা শুদ্ধ ও অশুদ্ধের তথা সত্য ও মিথ্যার পার্থক্য করতে অক্ষম হতে পারে। ধরুন কেউ আপনাকে বলল, "সর্বদা সত্য বলো!" আপনি যদি এই কথাটি বারবার বলেন, কিন্তু সত্য বলা কেন গুরুত্বপূর্ণ তা বুঝতে না পারেন, তাহলে আপনি কঠিন পরিস্থিতিতে মিথ্যা বলতে পারেন। কিন্তু যদি আপনি এর কারণ গভীরভাবে বুঝতে পারেন (উদাহরণস্বরূপ, সত্য বলা সমাজে আস্থা এবং শান্তি তৈরি করে -এটা যদি আপনি বুঝতে পারেন), তাহলে আপনি সর্বদা এর পক্ষে থাকবেন।
 
কেন এটা গুরুত্বপূর্ণ?
 
কারণ ইসলাম চায় মানুষ জ্ঞানী এবং চিন্তাশীল হোক, কেন ও কীভাবে তা না বুঝে কোনো জিনিস যেন তারা রক্ষা না করে। ইসলাম বিশ্বাস করে যে জিজ্ঞাসা না করা এবং না বোঝা একজন ব্যক্তিকে অজ্ঞতার মধ্যে রাখে। তাই ইমাম কাজিম (আ.) আমাদের স্মরণ করিয়ে দেন যে অন্ধ অনুকরণ নয়, সচেতনতার সাথে ধর্ম গ্রহণ করুন। আপনি যত বেশি ধর্ম বুঝতে পারবেন, ততই আপনি জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। #
 
পার্স টুডে
captcha