IQNA

ইমাম সাদেক (আ.) প্রত্যেকের সাথে তার মাতৃ ভাষাতে কথা বলতেন

23:20 - July 31, 2016
সংবাদ: 2601300
ইরানের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মাদি রাফেয়ি বলেছেন যে, ইমাম জাফর সাদেক (আ.) প্রত্যেকের সাথে তার মাতৃ ভাষাতে কথা বলতেন।
ইমাম সাদেক (আ.) প্রত্যেকের সাথে তার মাতৃ ভাষাতে কথা বলতেন
শাবিস্তানের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা: ২৫শে শাওয়াল ইমামতিধারার ৬ষ্ঠ ইমাম হযরত ইমাম জাফর সাদীকের (আ.) শোকাবহ শাহাদত দিবস উপলক্ষে এক শোক মজলিসে বক্তৃতাকালে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মাদি রাফেয়ি বলেন: ইমামত হচ্ছে রেসালতের পর ইসলাম ও কুরআনের রক্ষক। স্বয়ং ইমাম জাফর সাদীক (আ.) থেকে এক হাদীসে বর্ণিত হয়েছে যে, ইমামত ৭টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত সেগুলো হচ্ছে যথা- সহনশীলতা, তাকাইয়া, বন্ধুত্ব, প্রশান্তি, উত্তম শিষ্টাচার, পরহেজগারিতা এবং ইজতেহাদ।

তিনি ইমাম জাফর সাদীকের (আ.) মহিমান্বিত জীবনাদর্শের প্রতি ইশারা করে বলেন: এ মহান ইমাম (আ.) প্রত্যেকের সাথে তার জ্ঞান, আকিদা ও চিন্তাধারার সাথে সামঞ্জস্যতা বজায় রেখে ধর্মীয় আলোচনায় প্রবেশ করতেন। যাতে প্রতিপক্ষ সহজেই প্রকৃত সত্য ও বাস্তবতা অনুধাবন করতে পারে। শুধু তাই না, তিনি তার নিকট আগত ব্যক্তিরা যে যে ভাষাতে পারদর্শী ছিল, তার সাথে সে ভাষাতে কথা বলতেন। আর এটা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ব অলৌকিক ক্ষমতার অন্তর্ভূক্ত ছিল। তার মাধুর্যপূর্ণ ব্যবহার ও অকাট্য যুক্তি-প্রমাণে যে কোন নাস্তিক ও মুশরিক ইসলাম ধর্ম গ্রহণে উদ্বুদ্ধ হত।

ইকনা

captcha