IQNA

গ্রীসে পরিত্যক্ত ভবনে ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করছে মুসলমানেরা

20:04 - August 18, 2016
সংবাদ: 2601411
আন্তর্জাতিক ডেস্ক: গ্রীসের রাজধানী এথেন্সে মসজিদ না থাকার কারণে সেখানকার মুসলমানেরা পরিত্যক্ত ভবনে ইবাদত বন্দেগী করছে।


বার্তা সংস্থা ইকনা: ইউরোপের সকল দেশের রাজধানীতে মুসলমানদের জন্য ধর্মীয় অনুষ্ঠান উদযাপনের জন্য মসজিদ অথবা ইবাদতের নির্দিষ্ট স্থান রয়েছে; শুধুমাত্র গ্রীসের রাজধানী এথেন্সে মুসলমানদের ইবাদত বন্দেগীর জন্য কোন মসজিদ অথবা ইবাদতের নির্দিষ্ট স্থান নেই।
এথেন্সের মসজিদ না থাকার কারণে ইউরোপের বেশ কয়েক জন বিশেষজ্ঞ বিশ্বাস করে যে, সেদেশে ধর্মীয় স্বাধীনতার বিষয়টি সম্পূর্ণরূপে প্রশ্নের সম্মুখে অবস্থান করছে এবং এটি গ্রীসের ভবিষ্যতের জন্য নেতিবাচক একটি দিক।
বিশেষজ্ঞদের মতে, মুসলমানদের ধর্মীয় কাজ করতে না দেওয়া অথবা তাদেরকে দেশের প্রকৃত অধিকার থেকে বঞ্চিত করার মাধ্যমে সেদেশে চরমপন্থিদের পথ প্রশস্ত করে দেওয়া হচ্ছে।
প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এথেন্সে মোট ৪০ লাখ অধিবাসীর মধ্যে ২ লাখের অধিক মুসলিম অধিবাসী রয়েছে। মুসলিম অধিবাসীদের মধ্যে অধিকাংশই মধ্যপ্রাচ্য ও আফ্রিকার শরণার্থী।
বলাবাহুল্য, কয়েক দিন পূর্বে গ্রীসের সংসদ প্রতিনিধিরা এক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এথেন্সে প্রথম মসজিদ নির্মাণের জন্য সমর্থন প্রদান করেছে। অবশ্য এক্ষেত্রে কিছু সংসদ সদস্যরা বিরোধিতা করেছে।
কিছু প্রশাসনিক বাধার কারণে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রায় ১০ বছর স্থগিত থাকত; কিন্তু সংসদ প্রতিনিধির উদ্যোগে এই সমস্যা সমাধান হয়েছে।
ধারণা করা হচ্ছে এথেন্সে প্রথম মসজিদ নির্মাণের জন্য ৯ লাখ ৪৬ হাজার ইউরো ব্যয় হবে।



captcha