সূত্রগুলো আরও জানায়, ইসরায়েলি নজরদারি ড্রোন হাসবাইয়া অঞ্চল ও শেবা খামার–এর আকাশে টহল দেয়। উল্লেখ্য, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরও ইসরায়েলি সেনারা তা বহুবার লঙ্ঘন করেছে, যার ফলে লেবাননের বহু নাগরিক শহীদ ও আহত হয়েছে।
গাজায় প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা আঘাত
হামাসের সামরিক শাখা ইযযুদ্দীন আল–কাসসাম ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা রফাহ শহরের দক্ষিণাংশে সালাহউদ্দীন অক্ষে অবস্থিত ইসরায়েলি সেনাদের কমান্ড ও কন্ট্রোল সেন্টারে মর্টার হামলা চালিয়েছে।
অন্য এক বিবৃতিতে কাসসাম জানায়, তারা সারায়া আল–কুদস (ইসলামিক জিহাদের সামরিক শাখা)–এর সঙ্গে যৌথ অভিযানে খানইউনিসের আল–মাহাকেম কমপ্লেক্স সংলগ্ন ইসরায়েলি সামরিক কমান্ড সেন্টারে মর্টার নিক্ষেপ করেছে।
এছাড়া সারায়া আল–কুদস জানায়, তারা গাজা শহরের দক্ষিণে আল–যাইতুন মহল্লার কাছে অবস্থিত ইসরায়েলি সামরিক কমান্ড সেন্টারে ৬০ মিলিমিটার মর্টার দিয়ে হামলা চালিয়েছে।
সূত্রগুলো জানায়, প্রতিরোধ যোদ্ধারা সম্মিলিত অভিযান ও মর্টার হামলার মাধ্যমে দখলদার সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি করছে।
মার্কিন যুক্তরাষ্ট্র গাজাবাসীর ভিসা স্থগিত করল
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ জানায়, “গাজার বাসিন্দাদের জন্য সব ভ্রমণ ভিসা আপাতত স্থগিত করা হয়েছে। সাম্প্রতিক দিনে প্রদত্ত কিছু অস্থায়ী চিকিৎসা ও মানবিক ভিসার প্রক্রিয়া আমরা পূর্ণাঙ্গভাবে পুনঃমূল্যায়ন করছি।”
মার্কিন গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নথিতে বলা হয়েছে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত এপ্রিল মাসে নির্দেশ দিয়েছিলেন যে, ২০০৭ সালের জানুয়ারি থেকে গাজায় ভ্রমণ করা সব ভিসা আবেদনকারীর সামাজিক যোগাযোগমাধ্যমের হিসাব পর্যালোচনা করা হবে।
নথিতে উল্লেখ রয়েছে যে, এই পর্যালোচনা অভিবাসী ও অ–অভিবাসী উভয় ভিসার জন্য প্রযোজ্য হবে। এমনকি এনজিও কর্মী বা গাজায় সরকারি বা কূটনৈতিক পদে থাকা ব্যক্তিরাও এর আওতায় আসবেন।
সেখানে আরও বলা হয়েছে, যদি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন তথ্য পাওয়া যায় যা মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, তবে একটি নিরাপত্তা প্রতিবেদন দাখিল করতে হবে।
এছাড়া ট্রাম্প জুন মাসে একটি নির্বাহী আদেশে ১২ দেশের নাগরিকদের মার্কিন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন, যুক্তি দেন যে এটি বিদেশি “সন্ত্রাসীদের” হুমকি মোকাবিলার জন্য প্রয়োজনীয়। অন্য সাতটি দেশের (যেমন বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা) জন্যও আংশিক ভিসা সীমাবদ্ধতা আরোপ করা হয়।
লেবাননের দুই কর্মকর্তার প্রাণে বেঁচে ফেরা
ইউসুফ ফিয়াদ, আল–মারি শহরের মেয়র, দক্ষিণ কাউন্সিলের এক কর্মীর সঙ্গে আব্বাসিয়া–মাজিদিয়া সড়কে চলার সময় ইসরায়েলি সেনাদের গুলিতে লক্ষ্যবস্তু হন। তবে তিনি অলৌকিকভাবে প্রাণে রক্ষা পান।
ইসরায়েলি বাহিনী ফেব্রুয়ারি মাসে দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণ প্রত্যাহারের সময়সীমা শেষ হলেও এখনও সেখানে মোতায়েন রয়েছে এবং দক্ষিণ ও পূর্ব লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালাচ্ছে।
এহুদ বারাকের তীব্র সমালোচনা
ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক বলেন: “বিনিয়ামিন নেতানিয়াহু শ্বাস নেওয়ার মতো সহজে মিথ্যা বলে এবং ডোনাল্ড ট্রাম্প, তার সমর্থক, সামরিক বিষয়ে কিছুই বোঝে না।”
তিনি আরও যোগ করেন: নেতানিয়াহু আর দেশের নিরাপত্তা নিয়ে চিন্তা করেন না, বরং কেবল নিজের ব্যক্তিগত নিরাপত্তা ও রাজনৈতিক টিকে থাকার বিষয়টি দেখছেন। তিনি দুর্নীতি মামলার বিচার ও সামরিক সেবায় হারেদিদের ছাড় সম্পর্কিত সংকট থেকে বাঁচতে এক অর্থহীন যুদ্ধ শুরু করেছেন। নেতানিয়াহু আমেরিকাকে বিভ্রান্ত করে বোঝাতে সক্ষম হয়েছেন যে ইসরায়েলের সামনে দুটি বিকল্প আছে: হয় হামাসের কাছে আত্মসমর্পণ করা, নয়তো হামাসকে সম্পূর্ণ ধ্বংস না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া।
বারাক বলেন, নেতানিয়াহুর নীতিতে ইসরায়েল আরও বেশি করে গাজার কাদায় ডুবে যাবে এবং এর মাধ্যমে হামাসকে ধ্বংস করতে পারবে না। তিনি নেতানিয়াহুকে দিকভ্রান্ত নেতা আখ্যা দেন এবং বলেন:
“আগের নেতাদের সঙ্গে মতপার্থক্য থাকলেও তারা কাপুরুষ বা মিথ্যাবাদী ছিলেন না। আজ আমরা এমন একজন নেতার অধীনে বাস করছি যার কোনো দিকনির্দেশনা নেই।”
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনে ইসরায়েল গাজায় বিধ্বংসী যুদ্ধ চালাচ্ছে। এর ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ, মারাত্মক দুর্ভিক্ষ এবং হাজার হাজার ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু, শহীদ ও আহত হয়েছে। ۴۳۰۰۲۵۹#