IQNA

আয়াতুল্লাহ মুসাভী আর্দাবেলী’র ইন্তেকাল

0:35 - November 24, 2016
সংবাদ: 2602019
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী বিপ্লবের স্থপতি ইমাম খোমেনীর (রহ) অন্যতম ঘনিষ্ঠ সহচর এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের শীর্ষ আলেম হযরত আয়াতুল্লাহ সাইয়েদ মুসাভী আর্দাবেলী আজ বুধবার ২৩শে নভেম্বর সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বার্তা সংস্থা ইকনা: ইসলামী প্রজাতন্ত্র ইরানের শীর্ষ আলেম এবং ইসলামী বিপ্লবের স্থপতি ইমাম খোমেনীর অন্যতম ঘনিষ্ঠ সহচর হযরত আয়াতুল্লাহ সাইয়েদ মুসাভী আর্দাবেলী বার্ধক্য জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দেশটির রাজধানী তেহরানের একটি অভিজাত হাসপাতালে চিকিৎসাধীন কিছু দিন ধরে ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে যে, আজ বুধবার ২৩শে নভেম্বর সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

তিনি ১৩০৪ ফার্সি সনে ইরানের আর্দাবিল প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি ইরান ও ইরাকের বিভিন্ন মাদ্রাসাতে উচ্চতর ধর্মতত্ত্বের উপর অধ্যয়নের পর একজন বিশিষ্ট ফিকাহবিদ ও মারজায়ে তাকলীদে পরিণত হন।

তিনি ইরানের অন্যতম শীর্ষ আলেম আয়াতুল্লাহ বেহেশতির শাহাদতের পর ফার্সি ১৩৬০ সন থেকে ১৩৬৮ সন পর্যন্ত ৮ বছর ইরানের বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

হযরত আয়াতুল্লাহ সাইয়েদ মুসাভী আর্দাবেলী ইরানের ইসলামী বিপ্লব প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ইসলামী বিপ্লব সফলতার পর তিনি ইরানের পার্লামেন্ট, বিশেষজ্ঞ পরিষদ ও বিচার বিভাগের ঊর্ধ্বতন পদে অধিষ্ঠিত হন। এ ছাড়া ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংবিধান প্রণয়ন কমিটির তিনি একজন সক্রিয় সদস্য ছিলেন।

iqna


captcha