তিনি ১৩০৪ ফার্সি সনে ইরানের আর্দাবিল প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি ইরান ও ইরাকের বিভিন্ন মাদ্রাসাতে উচ্চতর ধর্মতত্ত্বের উপর অধ্যয়নের পর একজন বিশিষ্ট ফিকাহবিদ ও মারজায়ে তাকলীদে পরিণত হন।
তিনি ইরানের অন্যতম শীর্ষ আলেম আয়াতুল্লাহ বেহেশতির শাহাদতের পর ফার্সি ১৩৬০ সন থেকে ১৩৬৮ সন পর্যন্ত ৮ বছর ইরানের বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
হযরত আয়াতুল্লাহ সাইয়েদ মুসাভী আর্দাবেলী ইরানের ইসলামী বিপ্লব প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ইসলামী বিপ্লব সফলতার পর তিনি ইরানের পার্লামেন্ট, বিশেষজ্ঞ পরিষদ ও বিচার বিভাগের ঊর্ধ্বতন পদে অধিষ্ঠিত হন। এ ছাড়া ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংবিধান প্রণয়ন কমিটির তিনি একজন সক্রিয় সদস্য ছিলেন।