বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মহানবী (সা.) বলেছেন, সকল ভাল কাজই হচ্ছে সদকা স্বরূপ। যারা ভাল কাজের জন্য উৎসাহ দেয় তারা ভাল কাজ সম্পাদনকারীদের সমান সওয়াব পায়। মহান আল্লাহ অসহায়দের সাহায্য করাকে পছন্দ করেন।
তিনি আরও বলেছেন: দানশীলতা ও সহমর্মিতা নেয়ামতকে বৃদ্ধি করে এবং শহরসমূহকে আবাদ করে।
আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন, যারা দান খয়রাত করে মানুষ তাদের দিকে আকৃষ্ট হয়।
তিনি আরও বলেছেন: দুনিয়ার কল্যাণ শুধুমাত্র দুই শ্রেণীর লোকের জন্য, যারা অধিক দান করে, আর যে গোনাহ করলে দ্রুত তওবা করে।
মহানবী হযরত মুহাম্মাদ (সা.) বলেছেন: সাত প্রকার লোককে আল্লাহ তায়ালা (কিয়ামতের দিন) তার আরশের ছায়ায় স্থান দান করবেন। সেদিন আরশের ছায়া ছাড়া আর অন্য কোন ছায়া থাকবে না:
১। ন্যায় পরায়ণ নেতা।
২। ঐ যুবক যে তার যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটিয়েছেন।
৩। এমন (মুসলিম) ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে লটকানো থাকে, একবার মসজিদ থেকে বের হলে পুনরায় প্রত্যাবর্তন না করা পর্যন্ত ব্যাকুল থাকে।
৪। এমন দু’ব্যক্তি যারা কেবল আল্লাহর মহব্বতে পরস্পর মিলিত হয় এবং পৃথক হয়।
৫। যে ব্যক্তি নির্জনে আল্লাহর ভয়ে অশ্রু ফেলে।
৬। যে ব্যক্তিকে কোন সম্ভ্রান্ত বংশের সুন্দরী রমণী ব্যভিচারে লিপ্ত হওয়ার আহবান জানায় আর ঐ ব্যক্তি শুধু আল্লাহর ভয়েই বিরত থাকে।
৭। যে ব্যক্তি এত গোপনে দান করে যে তার ডান হাত কি দান করলো বাম হাতও জানলো না।
শাবিস্তান