IQNA

ইসলামে জিহাদের ময়দানেও পরিবেশ রক্ষার প্রতি গুরুত্ব দেয়া হয়েছে

0:34 - May 09, 2017
সংবাদ: 2603053
ইসলামের দৃষ্টিতে মানব জীবনের সংরক্ষণ একটি আবশ্যক কর্তব্য। আমাদের শরিয়ত এবং বিবেক বলে যে পরিবেশের সুরক্ষা করতে হবে। কেননা প্রাকৃতিক পরিবেশ বিশেষত গাছ আমাদের জন্য অক্সিজেন উৎপাদন করে।
ইসলামে জিহাদের ময়দানেও পরিবেশ রক্ষার প্রতি গুরুত্ব দেয়া হয়েছে
শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হুজ্জাতুল ইসলাম শাফি নিয়া বলেন, আমরা নামাজের দোয়া করি; «رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ»  হে আল্লাহ! আমাদেরকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন। সুতরাং দুনিয়ার কল্যাণ পেতে হলে পৃথিবীর পরিবেশকে সুরক্ষা করতে হবে।

ভালোভাবে বেঁচে থাকার জন্য, ভবিষ্যৎ প্রজন্ম সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য, এ গ্রহের নিরাপত্তার জন্য আমাদের জল-বায়ু সংরক্ষণ করতে হবে। আল্লাহ তায়ালা বলেন:

মৃত্তিকা হতে সৃষ্টি করেছেন এবং তাতেই তোমাদের আবাসনের ব্যবস্থা করেছেন।’ (১১ সূরা হুদ, আয়াত: ৬১)

পানি আল্লাহর দেওয়া এক শ্রেষ্ঠ নেয়ামত। সুতরাং এই নেয়ামতের যথাযথ মূল্যায়ন করতে হবে। আল্লাহ তায়ালা বলেন, ‘প্রাণবান সবকিছু পানি হতে সৃষ্টি করেছি।’ (২১ সূরা আম্বিয়া, আয়াত: ৩০)। পানি হচ্ছে প্রাণ সৃষ্টির মূল উপাদান, এই উপাদান সংরক্ষণ করার জন্য কোরআনে কারিমে নির্দেশ দেওয়া হয়েছে।

আল্লাহ তায়ালা বলেন, ‘আর তিনিই (মহান আল্লাহ) স্বীয় অনুগ্রহের প্রাক্কালে সুবার্তাবাহী বায়ু প্রেরণ করেন এবং আমি (আল্লাহ) আকাশ হতে পবিত্র (ও পবিত্রকারী) বারি বর্ষণ করি। যা দ্বারা আমি মৃত ভূমিকে জীবিত করি এবং আমার সৃষ্টির বহু জীবজন্তু ও মানুষকে উহা পান করাই।’ (২৫ সূরা ফুরকান, আয়াত: ৪৮-৪৯)।

পরিষ্কার-পরিচ্ছন্নতা সুন্দর পরিবেশের প্রথম বৈশিষ্ট্য। তাই প্রিয় নবী হযরত মুহাম্মাদ(সা.) বলেছেন: তোমরা পরিবেশকে দূষিত করবে না। পুকুরের পানি, নদীর পানি, আবদ্ধ জলাশয়ের পানি যেন দূষিত না হয়, সে জন্য প্রিয় নবী (সা.) বলেছেন, ‘আবদ্ধ পানি ও জলাশয়ের পানিতে তোমরা প্রস্রাব করবে না। প্রস্রাব করে তোমরা পানিকে দূষিত করে সেখানে আবার গোসল করবে না।

মহানবী (সা.) আরও বলেছেন: তোমরা যখন যুদ্ধের জন্য কোন দেশে প্রবেশে করবে সেই দেশের পশু,পাখি, গাছ গাছালি, ফসলের খেত, জলাশয় ইত্যাদি ধ্বংস করার কোন অধিকার তোমাদের নেই। এটা থেকে বোঝা যায় ইসলাম ধর্মে পরিবেশ রক্ষার প্রতি কত বেশী গুরুত্বারোপ করা হয়েছে।
captcha