IQNA

নফসকে নিয়ন্ত্রণ করার পন্থা

15:48 - June 14, 2017
সংবাদ: 2603259
আমাদের নফর ভালমন্দ খেয়ে দেয়ে মোটাতাজা হয় এবং তখন সে ইবাদত বন্দেগী ও শরীয়ত পালন করতে অপারগ হয়ে দাড়ায়। আর এ জন্যই এই নফসে নিয়ন্ত্রন করার জন্য আল্লাহ ১২ মাসের মধ্যে একমাস রোজা ফরজ করেছেন যার মাধ্যমে নফসকে কুপোকাত করে রুহ বা আত্মা শক্তিশালী হতে পারে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: অনেকে গরমে দিন অনেক বড় থাকে এবং অনেক কষ্ট হয় তাই রোজা রাখে না। এমনকি ওহাবি মুফতিরা ফতোয়া দিয়েছে কষ্ট হলে রোজা রাখার দরকার নেই। এরা এই ফতোয়া কোথায় পায়। আল্লাহ কোথাও এমন বিধান জারি করেন নি। বরং এভাবে নফসকে জাতনা দিয়ে রুহকে শক্তিশালী করতে হবে।

মানুষ তার ভুল সিদ্ধান্তের কারণেই জীবনে ক্ষতিগ্রস্ত হয়। অনেকে আল্লাহর উপর পাল্লা দিয়ে এই গরমে কষ্ট করে রোজা রাখার দরকার নেই বলে আল্লাহর নির্দেশ অমান্য করে। কিন্তু পৃকৃত মুসলমানের উচিত আল্লাহর নির্দেশ পালন করার মাধ্যমে নফসকে নিয়ন্ত্রণ করা।

রমজান মাসে মহান আল্লাহ তার রহমতের দরজা খূলে দেন, শয়তানকে শিকল বদ্ধ রাখেন। আর একারণেই দেখতে পাই রমজান মাসে অপরাধের মাত্র বহুগুনে কমে যায়। কেননা মানুষের নফরস নিয়ন্ত্রণে থাকে আর শয়তান তাদেরকে ধোকা দিতে পারে না।

সমাজ থেকে অপরাধ এবং অনৈতিকতা দূর করার একটি উত্তম পন্থা হচ্ছে রোজা রাখা। কেননা এর মাধ্যমে মানুষের নফস নিয়ন্ত্রনে থাকে এবং শয়তান মানুষকে খারাপ পথে নিতে পারে না।

captcha