IQNA

ওয়াহাবী ধর্ম প্রচারক জাকির নায়েকের পাসপোর্ট বাতিল করল ভারতীয় সরকার

23:15 - July 19, 2017
সংবাদ: 2603464
আন্তর্জাতিক ডেস্ক: বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়েকের পাসপোর্ট বাতিল করেছে ভারতীয় সরকার। জাকির নায়েকের বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্তে সহযোগিতা না করার জন্য ভারতের জাতীয় গবেষণা সংগঠন (NIA) ১৮ই জুলাই তার পাসপোর্ট বাতিল করেছে।
ওয়াহাবী ধর্ম প্রচারক জাকির নায়েকের পাসপোর্ট বাতিল করল ভারতীয় সরকার
বার্তা সংস্থা ইকনা: তদন্তে সহযোগিতায় না করার কারণে সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। তদন্তের স্বার্থে দেশে ফেরার নির্দেশ দেওয়া হলেও তা কর্ণপাত করেনি ওয়াহাবী এই মুবাল্লীগ।  চলতি সপ্তাহের মঙ্গলবার মুম্বাইয়ের আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তার পাসপোর্ট বাতিল করা হয়।
এনআইএ এক বিবৃতিতে ঘোষণা করেছে, ভারতের সালাফি ও ওয়াহাবী নেতা জাকির নায়েকের গবেষণা সেন্টারে বেশ কয়েকটি দেশ মদদ যোগাচ্ছে। এসকল দেশের মধ্যে সৌদি আরব অন্যতম।
জাকির নায়েকের ইসলামী গবেষণা কেন্দ্রের কার্যক্রম বেআইনী হওয়ার কারণে ২০১৬ সালের নভেম্বর মাসে উক্ত কেন্দ্রের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে।
মহারাষ্ট্র রাজ্য পুলিশ জানিয়েছে, বোম্বে থেকে প্রকাশিত পিস চ্যানেলের সূত্র ধরে জাকির নায়েকের ইসলামী গবেষণা কেন্দ্রের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।
জাকির নায়েক পিস টিভিতে উত্তেজক সম্পন্ন বক্তৃতা প্রদান করে জনগণকে সন্ত্রাসী গোষ্ঠী প্রতি আকর্ষিত করেছে।
গতবছর সালাফি ও ওয়াহাবী চিন্তাধারার বিস্তার ঘটানোর পর জাকির নায়েক বিদেশে পালিয়ে রয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালে ঢাকার গুলশান হামলার সঙ্গেও জাকিরের যোগসূত্র পাওয়া যায়। এর পর বাংলাদেশ সরকারের অনুরোধে জাকিরের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। গত বছরের ১৮ নভেম্বর তার বিরুদ্ধে মামলা করে এনআইএ।
iqna
ট্যাগ্সসমূহ: ইকনা ، ধর্ম ، পাসপোর্ট ، ভা রত ، সরকার
captcha