IQNA

ইমাম মাহদীর(আ.) অস্তিত্ব মানুষের জন্য নিরাপত্তার কারণ

22:58 - November 30, 2017
সংবাদ: 2604443
ইমাম মাহদীর অস্তিত্ব বিশ্ববাসীর জন্য নিরাপত্তার মাধ্যম। ইমাম মাহদী(আ.)নিজেই বলেছেন, نّی أمانٌ لأهلِ الارضِ کَمَا أنّ النُّجُومَ أمانٌ لأهلِ السَّماء؛ আমি বিশ্ববাসীর জন্য নিরাপত্তার কারণ যেভাবে তারকারাজি আসমানবাসীর জন্য নিরাপত্তার মাধ্যম।
ইমাম মাহদীর(আ.) অস্তিত্ব মানুষের জন্য নিরাপত্তার কারণ
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: পবিত্র কুরআনের সূরা হজের ৬৫নং আয়াতে বর্ণিত হয়েছে: أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ سَخَّرَ لَكُم مَّا فِي الْأَرْضِ وَالْفُلْكَ تَجْرِي فِي الْبَحْرِ بِأَمْرِهِ وَيُمْسِكُ السَّمَاء أَن تَقَعَ عَلَى الْأَرْضِ إِلَّا بِإِذْنِهِ إِنَّ اللَّهَ بِالنَّاسِ لَرَؤُوفٌ رَّحِيمٌ তুমি কি দেখ না যে, ভূপৃষ্ঠে যা আছে এবং সমুদ্রে চলমান নৌকা তৎসমুদয়কে আল্লাহ নিজ আদেশে তোমাদের অধীন করে দিয়েছেন এবং তিনি আকাশ স্থির রাখেন, যাতে তাঁর আদেশ ব্যতীত ভূপৃষ্ঠে পতিত না হয়। নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি করুণাশীল, দয়াবান।

মহান আল্লাহ মানুষের সুখ শান্তি ও নিরাপত্তার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি আসমান জমিন নদীনালা সব কিছুই মানুষের জন্য সৃষ্টি করেছেন।

মহান আল্লাহ নবীগণ এবং ইমামগণের মাধ্যমে মানুষকে হেদায়েত করেন এবং ইমামগণের মাধ্যমে বিশ্ববাসীর নিরাপত্তা বিধান করেন।

ইমাম সাজ্জাদ(আ.) বলেছেন: মহান আল্লাহ আমাদের (আহলেবাইতের) ওসিলায়, আকাশকে দৃঢ় রেখেছেন, বৃষ্টি বর্ষণ করেন, ফসল ফলান এবং সবার নিরাপত্তা দান করেন। আর আমরা যদি না থাকতাম তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত।

ইমাম মাহদীও বলেছেন: إنّی أمانٌ لأهلِ الارضِ کَمَا أنّ النُّجُومَ أمانٌ لأهلِ السَّماء؛ আমি বিশ্ববাসীর জন্য নিরাপত্তার কারণ যেভাবে তারকারাজি আসমানবাসীর জন্য নিরাপত্তার মাধ্যম। শাবিস্তান
captcha