IQNA

নাগরিকত্বের পূর্ণ মর্যাদা নিয়ে ফিরে যেতে চান রোহিঙ্গারা, নিশ্চয়তা মেলেনি

18:24 - June 30, 2018
সংবাদ: 2606098
বার্তা সংস্থা ইকনা: মিয়ানমারে নিজ দেশে নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলমানদের দুরবস্থা দেখতে আজ তিনদিনের সফরে ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। সফরকালে তারা ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন।


বার্তা সংস্থা ইকনা: এ দুই বিশ্ব নেতা ২ জুলাই রোহিঙ্গা শিবির পরিদশর্নে কক্সবাজারে যাবেন। তাদের সঙ্গে জাতিসংঘের শরনার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপপো গ্রান্ডি এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিলের নির্বাহী পরিচালক ড. নাটালিয়া কানেমও থাকবেন।

এ গুরুত্বপূর্ণ সফর প্রসংগে বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহীদুল হক আজ সাংবাদিকদের বলেছেন, ‘রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের অবস্থান জাতিসংঘ মহাসচিবের কাছে তুলে ধরা হবে। রোহিঙ্গাদের প্রত্যাবাসন, তাদের জন্য আর্থিক বিষয়গুলো নিয়েও আলোচনা হবে।’

ওদিকে, জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদে বলা হয়েছে, গুতেরেসের সফরের মূল উদ্দেশ্য হবে নিধনযজ্ঞের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা ৭ লাখ রোহিঙ্গার প্রত্যাবাসনের প্রশ্ন। পাশাপাশি শরণার্থী প্রত্যাবাসনের আন্তর্জাতিক মান অনুযায়ী রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক সম্পদ্রায়কে আরও সোচ্চার পদক্ষেপ নেওয়ার তাগিদ দেবেন তিনি।

তাদের ঢাকা সফরে আসার লক্ষ্য হচ্ছে, রোহিঙ্গাদের জন্য মধ্যমেয়াদি পরিকল্পনা বিষয়ে বাংলাদেশ সরকারের সাথে আরো আলোচনার ক্ষেত্র তৈরি এবং সংকট নিরসনের উপায় খুঁজে বের করতে জাতিসংঘ ও বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত করা।

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে কক্সবাজারের স্থানীয় সাংবাদিক নুরুল ইসলাম রেডিও তেহরানকে জানান, রোহিঙ্গারা তাদের নিজ দেশে নাগরিকত্বের পূর্ণ মর্যাদা নিয়ে ফিরে যেতে চান। কিন্তু মিয়ানমার এখনো সেরকম কোনো নিশ্চয়তা দেয়নি।

নুরুল ইসলাম আরো জানান, বাংলাদেশের সাথে মিয়ানমার এখনো বন্ধুত্বপূর্ণ আচরণ করছে না, প্রত্যাবাসনের চুক্তি করেও তা পালন করছে না। ফলে সহসাই এ সংকট দূর হবে তেমনটি আশা করছে না বাস্তুচ্যুত রোহিঙ্গারা।

এ দিকে, আজ কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ কার্যালয়ের এশিয়া ও প্রশান্ত অঞ্চলবিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড। এসময় তিনি রোহিঙ্গা নারীদের মুখে নির্যাতনের কথা শোনেন। মার্ক ফিল্ড বলেন, ‘রোহিঙ্গা ইস্যু এখন আন্তর্জাতিক। তাই আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে একাত্ম হয়ে ব্রিটিশ সরকার রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে কাজ করছে। মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে নয়, শান্তিপূর্ণ আলোচনায় এর সমাধান চাই আমরা। একটু সময়ক্ষেপণ হলেও, আন্তরিকভাবে নাগরিক সম্মান দিয়েই যেন প্রত্যাবাসন হয় এটিই কাম্য।’

যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ কার্যালয়ের এশিয়া ও প্রশান্ত অঞ্চলবিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড শুক্রবার তিন দিনের সফরে বাংলাদেশে আসেন।  পার্সটুডে

captcha