IQNA

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

0:46 - January 28, 2020
সংবাদ: 2610124
আন্তর্জাতিক ডেস্ক: বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৩০টি শহরে বিক্ষোভ করেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকরা। রোববার ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবসে শান্তিপূর্ণ এই বিক্ষোভ করেন তারা। এ সময় ভারতের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করে নতুন নাগরিকত্ব আইন বাতিলের আহ্বান জানান বিক্ষোভকারীরা।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে ভারতীয় বংশোদ্ভূত শত শত মার্কিন নাগরিক যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ভারতীয় নাগরিকত্ব আইনবিরোধী ব্যানার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে শ্লোগান দিতে দেখা যায়। এ সময় তারা নাগরিকত্ব আইন বাতিল এবং প্রস্তাবিত জাতীয় নাগরিক পঞ্জিকা প্রত্যাহারের দাবি জানান। ভারতের ধর্মনিরপেক্ষতার ভিত্তি নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকারের শাসনামলে হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেন বিক্ষোভকারীরা।
নিউইয়র্ক, শিকাগো, হাস্টন, আটলান্টা ও সান ফ্রান্সিসকো শহরে ভারতীয় কনস্যুলেটের সামনে বিক্ষোভ হয়েছে। এছাড়া ওয়াশিংটন ডিসিকে ভারতীয় দূতাবাসের সামনেও শত শত মানুষ বিক্ষোভ করেছেন।
তবে নাগরিকত্ব আইনবিরোধী সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে শিকাগো শহরে। এই শহরের প্রাণকেন্দ্রে কয়েক মাইল দীর্ঘ এক মানববন্ধন করেছেন নাগরিকত্ব আইনবিরোধী ভারতীয় নাগরিকরা। রাজধানী ওয়াশিংটন ডিসিতে ৫ শতাধিক ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক বিক্ষোভে অংশ নেন। হোয়াইট হাউসের সামনের পার্ক থেকে এই বিক্ষোভ শুরু হয়ে ভারতীয় দূতাবাসের সামনে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে গিয়ে শেষ হয়।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয়রা দেশে গণহত্যা বন্ধে একটি জোট গঠন করেন। কোয়ালিশন টু স্টপ জেনোসাইড নামের এই জোটের সদস্য ভারতের প্রজাতন্ত্র দিবসে যুক্তরাষ্ট্রের ৩০টি শহরে নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভের আয়োজন করেন।  iqna

 

captcha