IQNA

রমজান মাসে করোনার ভ্যাকসিন দেওয়ার বিষয়ে আল-আজহারের ফতোয়া

19:41 - April 08, 2021
সংবাদ: 2612575
তেহরান (ইকনা): মিশরের আল-আজহার ইলেকট্রনিক ফতোয়া সেন্টার ঘোষণা করেছে যে, পবিত্র রমজান মাসে করোনার ভ্যাকসিন গ্রহণ করলে রোজা বাতিল হবে না। 
মিশরের আল-আজহার ইলেকট্রনিক ফতোয়া সেন্টার মঙ্গলবার  রমজান মাসে করোনার ভ্যাকসিন গ্রহণের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে যে, পবিত্র রমজান মাসে রোজা থাকা অবস্থায় করোনার ভ্যাকসিন গ্রহণ করলে রোজা বাতিল হবে না। 
 
আল-আজহার জোর দিয়ে বলেছে, বিশ্বব্যাপী সংস্থাগুলি দ্বারা উৎপাদিত সমস্ত করোনার ভ্যাকসিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য মানুষের বাহুতে প্রবেশ করা হয়। এইভাবে টিকা দিলে তা খাবার অথবা পানীয় হিসেবে গণ্য হবে না। 
 
এই ফতোয়ায় আরও উল্লেখ করা হয়েছে: এছাড়াও, করোনার ভ্যাকসিন মুখ বা নাকের মাধ্যমে নয়, বরং শরীরে আন্তঃসংশ্লিষ্টভাবে বা অন্তর্মুখীভাবে দেওয়া হয়।
 
আল-আজহার ইলেকট্রনিক ফতোয়া সেন্টার উল্লেখ করেছে: রমজানের  মাসে করোনার ভ্যাকসিনের ব্যবহার, যা একটি সূচের মাধ্যমে বাহুতে প্রবেশ করা হয়। আর এটা ইফতার বা খাওয়া বলে গণ্য না। ভ্যাকসিন চামড়ার মাধ্যমে শরীরে প্রবেশ করে। অবশ্য ইফতারের পর ভ্যাকসিন গ্রহণ করা উত্তম। কারণ, ভ্যাকসিন গ্রহণের পর কারো কারো পুষ্টি অথবা চিকিৎসার প্রয়োজন হতে পারে।
https://iqna.ir/fa/news/3962886

 

captcha