IQNA

ইসরাইলি ইহুদি আইনজ্ঞ দাবি করেছে;

ইসলাম ধর্মে মসজিদুল আকসা’র কোন মূল্য নেই!

23:56 - November 28, 2014
সংবাদ: 2612594
আন্তর্জাতিক বিভাগ: রবি প্রিটেস তার সর্ব শেষ বক্তৃতায় দাবি করেছে: ইসলাম ধর্মে মসজিদুল আকসা’র কোন মূল্য নেই এবং মুসলমানদের কাছে এ মসজিদের কোন স্থানই নেই।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সম্প্রতি ইসরাইলি ইহুদি আইনজ্ঞ রবি প্রিটেস, টায়াসমুনা নামক যায়নবাদীদের উপ শহরের একটি সামরিক ধর্মীয় স্কুলে তার নিজ বক্তৃতায় দাবি করেছে: ইসলাম ধর্মে মসজিদুল আকসা’র কোন মূল্য নেই এবং মুসলমানদের কাছে এ মসজিদের কোন স্থানই নেই।
টায়াসমুনা বলে: মুসলমানেরা জেবেলুল হেইকালে (মসজিদুল আকসা) নামাজ আদায় করে কিন্তু কাবার দিকে তারা সিজদা করে এবং জেবেলুল হেইকালকে তাদের পিছনে রাখে। সুতরাং সত্যিকার অর্থে তারা জেবেলুল হেইকালকে অবমাননা করছে।
তিনি আরও বলে: কুদস শব্দটি  একবারও পবিত্র কুরআনে উল্লেখ নেই, এমনকি এ ব্যাপারে কোন ইঙ্গিত করা হয়নি। তোমরা জনও, ৯০ শতাংশ আরবি ভাষী জানেনা যে, কুরআন শরিফে কিসের কথা উল্লেখিত রয়েছে এবং আমরা এ ব্যাপারে তাদের থেকে অনেক বেশি সচেতন।
যায়নবাদীদের দুই নম্বর টেলিভিশন চ্যানেলে গত ২৭শে নভেম্বরে ইসরাইলি ইহুদি আইনজ্ঞ রবি প্রিটেসের এ বক্তৃতা সম্প্রচার করে।
ইহুদি ডানপন্থী দলে সাথে জড়িত ৫০ জন আইনজ্ঞ মসজিদুল আকসায় আপত্তি করার জন্য পিটিশনে সাইন করেছে এবং আগামীকাল  এ পিটিশন যায়নবাদীদের নেসেটে বিতরণ করা হবে।
2612511

captcha