IQNA

ধৈর্য সম্পর্কে মহানবী (সা) ও তাঁর পবিত্র আহলে বাইতের কয়েকটি উপদেশ

'ধৈর্য বিপদ-আপদের কঠোরতম শত্রু'

15:57 - November 05, 2025
সংবাদ: 3478381
ইকনা- ধৈর্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবিক বৈশিষ্ট্যগুলোর অন্যতম যা ধর্মীয় ও দার্শনিক শিক্ষায় বিশেষ গুরুত্ব বহন করে।
দৈনন্দিন জীবনে সমস্ত মানুষ এমন কিছু চ্যালেঞ্জ ও সমস্যার মুখোমুখি হয় যা তাদেরকে লক্ষ্য অর্জনে নিরুৎসাহিত করতে পারে, কিন্তু ইসলামী শিক্ষার দৃষ্টিকোণ থেকে, ধৈর্য কষ্ট মোকাবেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ারগুলোর অন্যতম।  
এ প্রসঙ্গে আমরা মহানবী মুহাম্মাদ (সা) ও তাঁর পবিত্র আহলে বাইতের কয়েকটি উপদেশ এখানে তুলে ধরছি: 
 
ঈমান
 
ইসলামের নবী (সা) বলেছেন. 
ঈমানের দুটি অংশ রয়েছে, এর অর্ধেক ধৈর্যের মধ্যে এবং অর্ধেক কৃতজ্ঞতার মধ্যে নিহিত।
 
 ধৈর্যের ভূমিকা
 
আমিরুল মুমিনিন হযরত আলী-আ. বলেছেন, কর্মক্ষেত্রে ধৈর্য শরীরের মধ্যে মাথার মতো। ঠিক যেমন মাথা শরীর থেকে আলাদা হয়ে গেলে শরীর কলুষিত হয়ে যায়, তেমনি ধৈর্য যখন কাজ থেকে আলাদা হয়ে যায়, তখন কাজ নষ্ট হয়ে যায়।
 
বিপদ-আপদ ও কষ্টের সবচেয়ে বড় শত্রু 
 
আমিরুল মুমিনিন হযরত আলী-আ.বলেছেন, বিপদ-আপদ বা দুঃখ-কষ্টের সবচেয়ে শক্তিশালী শত্রু হল সেগুলোর মুখোমুখি ধৈর্য ও অবিচলতা।
 
বিজয় 
 
আমিরুল মুমিনিন হযরত আলী-আ. বলেছেন, ধৈর্য বিজয়ের জামিনদার 
 
ধৈর্য নবী-রাসুলদের গুণ 
 
আমিরুল মুমিনিন হযরত আলী-আ. বলেছেন, ধৈর্য, ​​সদাচার এবং সহনশীলতা নবী-রাসুলদের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য।
 
সত্যের পথে ধৈর্য
 
ইমাম হুসাইন-আ.'র পুত্র ইমাম সাজ্জাদ-আ. বলেছেন, সত্যের পথে ধৈর্যশীল ও সহনশীল হও, যদিও তা তিক্ত হয়। #পার্স টুডে
captcha