
ফিলিস্তিন ইনফরমেশন সেন্টারের খবরে বলা হয়েছে, হামাস এক বিবৃতিতে জানিয়েছে যে সেলফিটের উত্তর-পশ্চিমে কিফল হারেস ও দেইর ইস্তিয়া শহরের মধ্যবর্তী এলাকায় অবস্থিত হাজিয়া হামিদা মসজিদে আগুন লাগানো একটি বর্বর অপরাধ এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতি ও উপাসনার স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন।
হামাস আরও বলেছে, এই ঘটনা আবারও প্রমাণ করে যে দখলদার বাহিনী কতটা নৃশংস ও বর্ণবাদী, এবং কীভাবে তারা ধারাবাহিকভাবে ফিলিস্তিনি জনগণ এবং ইসলামি ও খ্রিস্টান পবিত্র স্থাপনাগুলোর বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাচ্ছে।
বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি সন্ত্রাসী বসতিদারদের অপরাধ বৃদ্ধি দখলদার ফ্যাসিস্ট সরকারের পূর্ণ সমর্থন ও আশ্রয়ে ঘটছে।
হামাস এই কর্মকাণ্ডকে দখলকৃত ফিলিস্তিনে ইতিহাস, নিদর্শন ও পরিচয় পরিবর্তনের একটি মরিয়া প্রচেষ্টা হিসেবে আখ্যায়িত করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বেপরোয়া দখলদার সত্ত্বার বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।
গুতেরেস: সেলফিটে মসজিদে হামলা অগ্রহণযোগ্য
জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস পশ্চিম তীরের সেলফিট প্রদেশে অবস্থিত দেইর ইস্তিয়া এলাকায় বসতিদারদের দ্বারা একটি মসজিদে আগুন দেওয়ার ঘটনা তীব্র নিন্দা করেছেন।
জাতিসংঘের মুখপাত্র স্টেফান দোজারিক জানান, গুতেরেস মসজিদে আগুন লাগানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন যে ধর্মীয় স্থাপনায় যেকোনো আক্রমণ সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। তিনি মসজিদসহ সব ধর্মীয় স্থানের প্রতি সম্মান ও সুরক্ষার নিশ্চয়তার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের এবং তাদের সম্পদের ওপর বসতিদারদের সকল আক্রমণের নিন্দা জানিয়ে বলেছেন—এসব ঘটনা চরমপন্থী সহিংসতার ক্রমবর্ধমান ধারা, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, গতকাল বৃহস্পতিবার ভোরে একদল চরমপন্থী বসতিদার হাজা হামিদা মসজিদে আগুন লাগায় এবং মসজিদের দেয়ালে বর্ণবাদী ও ইসলামবিরোধী স্লোগান লিখে দেয়।
স্থানীয় ভূ-অধিকার কর্মী নাজমি সালমান জানান, বসতিদাররা মসজিদে হামলা চালিয়ে একটি জানালা ভেঙে ফেলে এবং ভেতরে জ্বলনশীল পদার্থ নিক্ষেপ করে। এতে মসজিদের একটি অংশে আগুন ধরে যায় এবং কয়েকটি নামাজের জানিমাজ পুড়ে যায়। তিনি জানান, এলাকার বাসিন্দারা সিভিল ডিফেন্স কর্মীদের সহায়তায় আগুন অন্য জায়গায় ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
সালমান এই হামলাকে এলাকার ধর্মীয় স্থাপনাগুলোর বিরুদ্ধে বসতিদারদের ধারাবাহিক হামলার অংশ বলে উল্লেখ করেন। 4316731#