
চিঠিটি মঙ্গলবার ইউফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন-এর কাছে পৌঁছে দেওয়া হয়। এতে “অ্যাথলিটস ফর পিস” (Athletes for Peace) নামের সংগঠনের সদস্যরা—যাদের মধ্যে বিশ্বকাপজয়ী ফরাসি তারকা পল পগবা, ডাচ খেলোয়াড় আনোয়ার এল ঘাজি, মরক্কোর হাকিম জিয়েশ এবং স্পেনের আদামা ত্রাওরে রয়েছেন—ইসরায়েল ফুটবল ফেডারেশনের সঙ্গে ইউফার সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান।
চিঠিতে বলা হয়, “যে কোনো রাষ্ট্র বা প্রতিষ্ঠান যদি গণহত্যা, বর্ণবৈষম্য ও মানবতার বিরুদ্ধে অপরাধে লিপ্ত হয়, তাকে আন্তর্জাতিক ক্রীড়া বা সাংস্কৃতিক অঙ্গনে জায়গা দেওয়া অনুচিত। ইসরায়েলের প্রতি চলমান দণ্ডমুক্তির অবসান ঘটাতে এখনই সম্মিলিত পদক্ষেপ প্রয়োজন।”
এ দাবিতে হিন্দ রজব ফাউন্ডেশন এবং **গাজা পিপলস ট্রাইব্যুনাল (যুক্তরাজ্য)**সহ একাধিক মানবাধিকার সংগঠনও সই করেছে।
এই আবেদনকে ইউফার ইভেন্টে ইসরায়েলের অংশগ্রহণ নিষিদ্ধ করার চলমান প্রচারণার অংশ হিসেবে দেখা হচ্ছে। আবেদনকারীরা গাজা যুদ্ধ চলাকালীন ইসরায়েলের সামরিক হামলাকে “গুরুতর মানবাধিকার লঙ্ঘন” বলে উল্লেখ করেছেন।
এরই মধ্যে ইউফা ও ফিফা উভয় সংস্থাই কঠোর আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে। কয়েকটি সূত্র জানিয়েছে, ইউফার নির্বাহী কমিটির কিছু সদস্যও ইসরায়েলকে ইউরোপীয় প্রতিযোগিতা থেকে বহিষ্কারের পক্ষে মত দিয়েছেন।
এদিকে অ্যাসোসিয়েটেড প্রেস এবং দ্য টাইমস লন্ডন-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইউফা এখন ইসরায়েল ফুটবল ফেডারেশনকে সাময়িকভাবে স্থগিত করার প্রস্তাবে ভোটাভুটি আয়োজনের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছে।
এই ঘটনাকে অনেক বিশ্লেষক ইউরোপীয় ফুটবলে “মানবাধিকার ও ন্যায়ের পক্ষে এক বড় পদক্ষেপ” হিসেবে দেখছেন। 4316291#