IQNA

সাম্প্রদায়িক দ্বন্দ্ব রোধে পাকিস্তানে আহলে বাইত (আ.) এর পরিচিতি তুলে ধরার আহবান

10:32 - May 12, 2015
সংবাদ: 3290882
আন্তর্জাতিক বিভাগ : পাকিস্তানের বেলুচিস্তানের ‘শিয়া সম্মেলনে’র প্রতিনিধি বলেছেন, যদি যথাযথভাবে আহলে বাইত (আ.) এর পরিচিতির তুলে ধরা সম্ভব হয় তবে ইসলামের শত্রুরা দেশের অভ্যন্তরে বিভেদ সৃষ্টি করতে পারবে না।


বার্তা সংস্থা ইকনা: আহলে বাইত (আ.) এর সদস্যদের শাহাদাত দিবসে সরকারি ছুটি ঘোষণার দাবী জানিয়েছেন পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলের ‘শিয়া সম্মেলনে’র প্রতিনিধি মুসাররাত হুসাইন।

মুসাররাত হুসাইন ঐ বিবৃতিতে বলেছেন : মহান আল্লাহ আহলে বাইত (আ.) কে এমন মর্যাদা দিয়েছেন যে, তারা দেশের সম্মান ও মুসলমানদের ঐক্যের কারণ হতে পারেন।

তিনি বেলুচিস্তানে তাকফিরিদের তৎপরতার প্রতি ইঙ্গিত করে বলেন: যদি সরকার তাকফিরি গ্রুপগুলোর বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নিত এবং সেনাবাহিনীর সহযোগিতায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত তবে পরিস্থিতির পরিবর্তন হত।

তিনি গণমাধ্যমে আহলে বাইত (আ.) এর পরিচিতি তুলে ধরার আহবান জানিয়ে বলেন : যদি যথাযথভাবে আহলে বাইত (আ.) এর পরিচিতি তুলে ধরা হত তবে সাম্প্রদায়িক বিভেদের কোন স্থান এ দেশে থাকত না।



3286461

captcha