IQNA

ইমাম হুসাইনের (আ.) চেহলুম উপলক্ষে চীনে শোক মজলিশের আয়োজন

22:32 - November 28, 2015
সংবাদ: 3457973
আন্তর্জাতিক ডেস্ক: চীনের সাংহাই শহরে ইমাম হুসাইনের (আ.) চেহলুম উপলক্ষে শোক মজলিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: চীনের সাংহাই শহরে অবস্থিত ইরানী কনস্যুলেটে ইমাম হুসাইনের (আ.) চেহলুম উপলক্ষে ১ম ডিসেম্বরে শোক মজলিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত শোক মজলিশ পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে স্থানীয় সময় ১৯টায় শুরু হবে। এছাড়াও জিয়ারতে আশুরা, আহলে বাইত (আ.)এর মুসিবতের স্মরণে বক্তৃতা ও মর্সিয়া পাঠ করা হবে।
3457914
 

captcha