IQNA

ফার্সি ল্যাঙ্গুয়েজ প্রমোশন কোর্সের উদ্বোধন

15:53 - December 21, 2015
সংবাদ: 3467922
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা‍ রেকর্ড করা হয়েছে।


বার্তা সংস্থা ইকনা : গত ১৯শে ডিসেম্বর সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর. সি. মজুমদার অডিটোরিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফে. ড. এএএমএস আরেফিন সিদ্দিকী।

ইরান কালচারাল সেন্টারের উদ্যোগে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের মাননীয় রাষ্ট্রদূত ড. আব্বাস ওয়ায়েজি দেহনাভি ও আর্টস ফ্যাকাল্টির ডিন ড. মোহাম্মাদ আকাতারুজ্জামান।

এছাড়া উপস্থিত ছিলেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের কালচারাল কাউন্সেলর জনাব সৈয়দ মুসা হুসাইনি, প্রফে. ড. দাউদি, আল-মোস্তফা (স.) ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম জনাব হাসান আমির আনসারি, ডেপ্যুটি কাউন্সেলর জনাব আলী আসগার খোসরাবাদী ও ভিজিটিং প্রফেসর ড. দারুদগারিয়ান।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. আব্দুস সবুর খান এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।#

captcha