IQNA

বাহরাইনে শিয়া মুসলমানদের প্রতি বৈষম্যের কথা স্বীকার করেছে জাতিসংঘ

20:03 - March 08, 2022
সংবাদ: 3471537
তেহরান (ইকনা): জাতিসংঘের একটি কমিটি শিক্ষা, কর্মসংস্থান, সাংস্কৃতিক অধিকার এবং ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে শিয়াদের প্রতি বৈষম্যমূলক আচরণের জন্য বাহরাইন সরকারের সমালোচনা করেছে।
নাগরিক ও রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক চুক্তি (ICTY) পর্যায়ক্রমে পর্যালোচনা করেছে যে, বাহরাইনের সরকার শিয়া ধর্মীয় ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের হয়রানি, ভয় দেখানো, বন্দি এবং গ্রেফতার করার পাশাপাশি ধর্মীয় ও সাংস্কৃতিক স্থানে শিয়াদের প্রবেশাধিকার এবং কার্যক্রম সীমিত করেছে।
 
কমিশন কর্তৃক প্রকাশিত একটি বিশদ প্রতিবেদনে বলা হয়েছে যে, বাহরাইনের মানবাধিকার রক্ষাকারীরা হয়রানি, ভয়ভীতি এবং প্রতিশোধের শিকার হচ্ছে।
 
এই প্রতিবেদনে জাতীয় মানবাধিকার সংস্থার স্বাধীনতার অভাব ও এর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ দায়ের করা এবং বিভিন্ন গোষ্ঠী যেমন ব্যবসার মালিকদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের কথা উল্লেখ করা হয়েছে। 
 
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, শিক্ষাগত আইন ও প্রবিধান রাষ্ট্রহীন শিশুদের বিনামূল্যে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার অ্যাক্সেসের অনুমতি দেয় না। এছাড়াও যে সকল শিশু গ্রেফতার রয়েছে, তাদেরও শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে।
 
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, দেশটিতে বেকারত্বের হার বিশেষ করে তরুণ এবং মহিলাদের সংখ্যা অতি মাত্রায় বৃদ্ধি পেয়েছে। যার মধ্যে বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের উল্লেখযোগ্য সংখ্যা রয়েছে। বাহরাইনের সরকার বেকারত্ব দূর করার কোন পদক্ষেপ গ্রহণ করেনি।
 
প্রতিবেদনে আরও দেখা গেছে, বেসরকারি খাতে কোনো আইনি ন্যূনতম মজুরি নেই।
 
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে আইনটি ধর্মঘট করার অধিকার এবং নির্দিষ্ট ট্রেড ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ করেছে।
 
প্রতিবেদনে সুবিধাবঞ্চিত ব্যক্তি ও পরিবারের পরিসংখ্যানের অভাব এবং কিশোর বিচার আইনের বিধান সংশোধন করার প্রয়োজনীয়তার উল্লেখ করা হয়েছে।
https://iqna.ir/fa/news/4041419

 

captcha