IQNA

ইমাম মাহদীর (আ.) আবির্ভাব ও আগমনের জন্য দুআ 

19:55 - March 19, 2022
সংবাদ: 3471576
তেহরান (ইকনা): ১৫ই শাবান উপলক্ষে বিশ্বের বিভিন্ন অঞ্চলে নানা ধরনের মিষ্টি বিতরণ ও ব্যাপক ইবাদত বন্দেগী করা হয়। এই রাতের ইবাদত-বন্দেগী কবুল হয় এবং মুসলমানের সব গোনাহ মাফ করিয়ে নেয়ার এক উপযুক্ত সুযোগ দেয়া হয় এই রাতে। অনেকেই মনে করেন শবে ক্বদরের চেয়েও কোনো অংশে কম নয় এই রাতের গুরুত্ব।
১৫ ই শাবান হল মানবজাতির শেষ ত্রাণকর্তা হযরত ইমাম মাহদী (আ.)'র পবিত্র জন্মদিন। বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)'র পবিত্র আহলে বাইতের ১১ তম সদস্য ইমাম হযরত ইমাম হাসান আসকারী (আ.)'র পুত্র হিসেবে তাঁর জন্ম হয়েছিল ২৫৫ হিজরিতে ইরাকের (বর্তমান রাজধানী বাগদাদের উত্তরে) পবিত্র সামেরা শহরে। তাঁর মায়ের নাম ছিল নার্গিস। 
তিনি আল্লাহর আদেশে এক পর্যায়ে অদৃশ্য হয়ে যান। তাঁর অদৃশ্য থাকার সময়ও দুই ভাগে বিভক্ত। স্বল্পকালীন সময়ের জন্য অদৃশ্য হওয়া এবং দীর্ঘমেয়াদে অদৃশ্য থাকা। দীর্ঘ মেয়াদে অদৃশ্য থাকার পর উপযুক্ত সময়ে তিনি আবার আবির্ভূত হবেন এবং সব ধরনের জুলুম ও বৈষম্যের অবসান ঘাটিয়ে বিশ্বব্যাপী ন্যায়বিচার ও ইসলামী শাসন প্রতিষ্ঠা করবেন। 
পৃথিবীর শেষ ত্রাণকর্তার আবির্ভাবের জন্য বিশেষ কিছু দোয়া রয়েছে। তার মধ্যে অন্যতম একটি দোয়া হচ্ছে দোআ-এ-ফারাজ। নীচে এই দোআর বাংলা উচ্চরণ এবং অর্থ তুলে ধরা হল: 
بسم الله الرحمن الرحیم
إِلَهِي عَظُمَ الْبَلاءُ وَ بَرِحَ الْخَفَاءُ وَ انْكَشَفَ الْغِطَاءُ وَ انْقَطَعَ الرَّجَاءُ وَ ضَاقَتِ الْأَرْضُ وَ مُنِعَتِ السَّمَاءُ وَ أَنْتَ الْمُسْتَعَانُ وَ إِلَيْكَ الْمُشْتَكَى وَ عَلَيْكَ الْمُعَوَّلُ فِي الشِّدَّةِ وَ الرَّخَاءِ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ أُولِي الْأَمْرِ الَّذِينَ فَرَضْتَ عَلَيْنَا طَاعَتَهُمْ وَ عَرَّفْتَنَا بِذَلِكَ مَنْزِلَتَهُمْ فَفَرِّجْ عَنَّا بِحَقِّهِمْ فَرَجا عَاجِلا قَرِيبا كَلَمْحِ الْبَصَرِ أَوْ هُوَ أَقْرَبُ يَا مُحَمَّدُ يَا عَلِيُّ يَا عَلِيُّ يَا مُحَمَّدُ اكْفِيَانِي فَإِنَّكُمَا كَافِيَانِ وَ انْصُرَانِي فَإِنَّكُمَا نَاصِرَانِ يَا مَوْلانَا يَا صَاحِبَ الزَّمَانِ الْغَوْثَ الْغَوْثَ الْغَوْثَ أَدْرِكْنِي أَدْرِكْنِي أَدْرِكْنِي السَّاعَةَ السَّاعَةَ السَّاعَةَ الْعَجَلَ الْعَجَلَ الْعَجَلَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ بِحَقِّ مُحَمَّدٍ وَ آلِهِ الطَّاهِرِينَ 
 
হে ইলাহী ( আমার মাবূদ/ উপাস্য ) বালা ( মুসীবত ) বিরাটাকার ধারণ করেছে , গোপনীয়তা প্রকাশ পেয়েছে ( গোপন লুক্কায়িত বিষয় প্রকাশিত হয়ে গেছে ) , পর্দা উন্মোচিত হয়েছে , আশা ভঙ্গ হয়েছে , পৃথিবী সংকীর্ণ হয়ে গেছে , আসমান ( আকাশ ) বৃষ্টি বর্ষণ করা থেকে বিরত থেকেছে ( আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে গেছে ) ,
একমাত্র আপনার কাছেই সাহায্য প্রার্থনা করা হয় ,  একমাত্র আপনার কাছেই (আমাদের সকল) অভিযোগ ( ও শিকায়ত ) , কি কঠিন বিপদকালে কি প্রাচুর্যের সময় ( অর্থাৎ সর্বাবস্থায় ) একমাত্র আপনার উপরই ( আমাদের ) নির্ভরতা ( আমরা সর্বাবস্থায় একান্তভাবে নির্ভরশীল আপনার উপরই ) ।
    হে আল্লাহ , হযরত মুহাম্মদ ( সা .) ও তাঁর আলের ( নিকটাত্মীয় ও বংশধর আহলুল বাইত ) উপর দরূদ ও সালাত প্রেরণ করুন যারা হচ্ছেন ( মুসলিম উম্মার ) সার্বিক বিষয়ের ( বৈধ ) কর্তৃত্বশীল কর্তৃপক্ষ ( উলিল আমর ) যাদের আনুগত্য আমাদের উপর আপনি ফরয ( বাধ্যতামূলক ) করেছেন এবং এভাবে আপনি আমাদেরকে আপনার কাছে তাদের সুউচ্চ মাকাম ও মর্য্যাদের সাথে পরিচিত করিয়ে দিয়েছেন । সুতরাং তাঁদের উসীলায় আমাদের থেকে ( সকল বিপদাপদ , দু:খ ও দুশ্চিন্তা দূর করে ) আমাদেরকে এমন মুক্তি দিন যা হবে অতিসত্বর অতিনিকটবর্তী চোখের পলক ফেলার মতো অথবা এর চেয়েও ( আরো অধিক দ্রুত ও) আরো অধিক নিকটবর্তী । হে মুহাম্মাদ ( সা .) , হে আলী ( আ .) ,  হে আলী ( আ .) , হে মুহাম্মাদ , ( সা .) আপনারা দুজন আমার জন্য যথেষ্ট হয়ে যান ( বিপদাপদ থেকে আমাকে রক্ষা করুন ) । কারণ আপনারা দুজন রক্ষাকারী ( ও যথেষ্ট ) । আপনারা আমাকে সাহায্য করুন । কারণ আপনারা দুজন হচ্ছেন সাহায্য কারী ।  
হে আমাদের মাওলা ( নেতা ) , হে যুগের অধিপতি ( সাহিবায যামান ) , ( আমাকে )সাহায্য করুন , ( আমাকে ) সাহায্য করুন , ( আমাকে ) সাহায্য করুন , আমাকে উদ্ধার করুন , আমাকে উদ্ধার করুন , আমাকে উদ্ধার করুন , এখনই , এখনই , এখনই , ত্বরা করুন , ত্বরা করুন , ত্বরা করুন।হে সবচেয়ে মেহের বান ( দয়ালু ) আল্লাহ , হযরত মুহাম্মদ ( সা .) ও তাঁর আলের ( নিকটাত্মীয় ও বংশধর আহলুল বাইত- আ - ) উসীলায় ( আমাদের ত্রাণকর্তা হযরত ইমাম মাহদীর ( আ .) আবির্ভাব ত্বরান্বিত করুন ) ।
 
অনুবাদ : ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওলায় মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান
 
captcha