IQNA

অর্থোডক্স ইহুদিদের নির্মমভাবে দমন করল ইসরাইল

0:02 - January 29, 2023
সংবাদ: 3473246
তেহরান (ইকনা): এটা ইসরাইল। ইসরাইলী নিরাপত্তা বাহিনীর হাতে অর্থডক্স ( গোড়া ) বিক্ষোভকারী ইহুদীদেরকে পাশবিকতার সাথে ও নিষ্ঠুরভাবে দমন করার ভিডিও ফুটেজ। বিক্ষোভকারীদের হাতে না আছে মোলোটোভ ককটেল না আছে ছুরি , চাকু , ড্যাগার ও আগ্নেয়াস্ত্র । 
কিন্তু বিক্ষোভ কারী দেরকে নিরাপত্তা বাহিনী পিটাচ্ছে ও মেরেই যাচ্ছে ! শুধু ইসরাইল নয় সকল পশ্চিমা দেশেই এ ভাবে বিক্ষোভ দমন করা হয় এবং বিক্ষোভকারীদেরকে নির্দয় ও পাশবিক ভাবে পেটায় ঐ সব দেশের পুলিশ ও নিরাপত্তা বাহিনী !
 
এ সব পশ্চিমা দেশ ও ইসরাইল ইরানী পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ওপর মিথ্যা অভিযোগ এনে বলে যে ইরানী পুলিশ ও নিরাপত্তা বাহিনী নিষ্ঠুর ভাবে ও পাশবিকতার সাথে ইরানে বিক্ষোভ ও প্রতিবাদ কারীদের পেটায় ও দমন করে ! অথচ  ইরানে এ সব বিক্ষোভ ও প্রতিবাদকারী প্রকৃত অর্থে বিক্ষোভকারী ছিল না বরং তারা ছিল গোলযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং দুষ্কৃতকারী। চাকু , ছুরি , ড্যাগার , আগ্নেয়াস্ত্র, বোমা ইত্যাদি নিয়ে এ সব গোলযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী দুষ্কৃতকারী ইরানে পুলিশ নিরাপত্তা বাহিনী ও জনগণের ওপর হামলা চালিয়ে বেশ কিছু সংখ্যক ব্যক্তিকে হত্যা , পাবলিক প্রোপার্টি ও ব্যক্তিগত সহায় সম্পত্তি ধ্বংস করে ; মসজিদ , হুসাইনিয়া ও পবিত্র কুরআন পুড়িয়েছে তারা , বেশ কিছু পর্দানশীন মহিলার ওপর আক্রমণ চালিয়ে তাদের মারধর করেছে এবং তাদের হিজাব খুলে ফেলেছে এ সব দুষ্কৃতকারী।
 
 এ ধরণের বহু অপরাধ করেছে এ সব গোলোযোগ সৃষ্টিকারীরা ইরানে ;  অথচ পশ্চামারা তাদেরকে বলছে বিক্ষোভ ও প্রতিবাদ কারী !! দেখুন কত বড় সত্যের অপলাপ ও বিকৃতি সাধন পশ্চিমাদের দ্বারা । নিজেদের ক্ষেত্রে সাত খুন মাফ। এরা নিজেদের দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল নিষ্ঠুর ও পাশবিক কায়দায় দমন করে । বিক্ষোভ দমন ও বিক্ষোভ কারীদের ছত্র ভঙ্গ করার জন্য মিছিলের ভিতর অশ্বারোহী পুলিশ ঘোড়া দাবড়ে দেয় যারফলে ঘোড়ার খুরের আঘাতে অনেক বিক্ষোভ কারী ক্ষতবিক্ষত হয় । এগুলো সব পশ্চিমাদের জন্য জায়েয এবং পাশ্চাত্যের মানবাধিকার ও গণতন্ত্রের পরিপন্থী নয় !!!! 
ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান
 
ট্যাগ্সসমূহ: মুনীর হুসাইন খান
নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
captcha