IQNA

গাজাবাসীর সমর্থনে ইসরাইল-সংশ্লিষ্ট জাহাজ ডুবিয়ে দিল ইয়েমেন

23:11 - July 10, 2025
সংবাদ: 3477681
ইকনা- ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি দখলকৃত উম্মুল-রাশরাশ (ইলাত) বন্দরে যাওয়ার সময় একটি বাণিজ্যিক জাহাজ ডুবিয়ে দেওয়ার কথা জানিয়েছেন।
বুধবার রাতে এক বিবৃতিতে তিনি ঘোষণা করেন, "নির্যাতিত ফিলিস্তিনি জনগণ ও তাদের বীর মুজাহিদদের সমর্থনে ইয়েমেনি নৌবাহিনী 'ইটার্নিটি সি' নামক একটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৬টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই হামলায় জাহাজটি সম্পূর্ণভাবে ডুবে যায় এবং পুরো অপারেশনটি অডিও-ভিডিওর মাধ্যমে রেকর্ড করা হয়েছে।"
 
তিনি যোগ করেন, "পরবর্তীতে জাহাজের কিছু ক্রুকে উদ্ধার করতে ইয়েমেনি নৌবাহিনীর একটি বিশেষ ইউনিট পাঠানো হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে।"
 
ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র তার বিবৃতিতে জোর দিয়ে বলেন, এই জাহাজ ও এর মালিক কোম্পানি ইয়েমেনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই রুটে চলাচল করছিল এবং ইয়েমেনি নৌবাহিনীর সতর্কবার্তা ও বার্তাগুলোকে সম্পূর্ণভাবে উপেক্ষা করেছিল।
 
ইয়াহিয়া সারিয়ি পুনরায় ইহুদিবাদী ইসরাইলের  জন্য লোহিত সাগর ও আরব সাগরে নৌ-চলাচল বন্ধের হুমকি দিয়ে বলেছেন, ইসরায়েলি বন্দরগুলোর সাথে যেকোনো কোম্পানি জাহাজ চলাচল করালে, তাদের অবস্থান বা রুট লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
 
বিবৃতিতে বলা হয়েছে, এই সামরিক অপারেশনগুলো ইসরাইলি রেজিম ও তার মিত্রদের গাজার অবরোধ তুলে নেওয়া, আগ্রাসন বন্ধ করা এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে স্পষ্ট গণহত্যা বন্ধ করতে বাধ্য করার একটি প্রচেষ্টা।
 
ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র আরও জোর দিয়ে বলেন, ফিলিস্তিনের নির্যাতিত জনগণ ও তাদের মহান প্রতিরোধ যোদ্ধাদের পক্ষে ইয়েমেনের সামরিক অভিযান অব্যাহত থাকবে, যতক্ষণ না আগ্রাসন সম্পূর্ণভাবে বন্ধ হয় এবং গাজার অবরোধ তুলে নেওয়া হয়।
 
ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র সোমবারও একটি বিবৃতিতে জানিয়েছিলেন, ইয়েমেনি নৌ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউনিটগুলো একটি ব্যাপক অপারেশনে 'ম্যাজিক সিজ' নামক একটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যা একটি কোম্পানির মালিকানাধীন ছিল যারা পূর্বে ফিলিস্তিনের দখলকৃত বন্দরে প্রবেশের নিষেধাজ্ঞা ভঙ্গ করেছিল।
 
বিবৃতিতে বলা হয়েছিল, সোমবারের এই অপারেশনটি ফিলিস্তিনি জনগণের নির্যাতনের বিরুদ্ধে সমর্থন এবং লোহিত সাগর ও আরব সাগরে ইসরাইলি রেজিমের জাহাজ চলাচল বন্ধের ধারাবাহিকতায় পরিচালিত হয়েছে।
 
ইয়াহিয়া সারিয়ি জানান, এই হামলায় ২টি আত্মঘাতী ড্রোন, ৫টি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং ৩টি অ্যাটাক ড্রোন ব্যবহার করা হয়েছে।
 
তিনি ঘোষণা করেন, 'ম্যাজিক সিজ' জাহাজটি সরাসরি আঘাতপ্রাপ্ত হয়েছে এবং ইয়েমেনি বাহিনী জাহাজের ক্রুদের নিরাপদে প্রস্থানের অনুমতি দিয়েছে।
 
এই বিবৃতির পর ইয়েমেনের সশস্ত্র বাহিনী ম্যাজিক সিজ জাহাজটির সম্পূর্ণ ডুবে যাওয়ার ভিডিও প্রকাশ করে।#
 
পার্সটুডে
captcha