ইন্দোনেশিয়ার একটি রেস্টুরেন্টে সেদেশের এক ক্বারি আহমেদ নায়িনায় উপস্থিতিতে হুবহু তার মত কুরআন তিলাওয়াত করেছেন।
ইন্দোনেশিয়ান ক্বারি মিশরের প্রসিদ্ধ ক্বারি 'আহমেদ নায়িনায়'কে অনুকরণ করে সূরা নুরের ৩৫ নম্বর আয়াত এবং যুজার ১ থেকে ৪ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেন।
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
اللَّهُ نُورُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ مَثَلُ نُورِهِ كَمِشْكَاةٍ فِيهَا مِصْبَاحٌ الْمِصْبَاحُ فِي زُجَاجَةٍ الزُّجَاجَةُ كَأَنَّهَا كَوْكَبٌ دُرِّيٌّ يُوقَدُ مِنْ شَجَرَةٍ مُبَارَكَةٍ زَيْتُونَةٍ لَا شَرْقِيَّةٍ وَلَا غَرْبِيَّةٍ يَكَادُ زَيْتُهَا يُضِيءُ وَلَوْ لَمْ تَمْسَسْهُ نَارٌ نُورٌ عَلَى نُورٍ يَهْدِي اللَّهُ لِنُورِهِ مَنْ يَشَاءُ وَيَضْرِبُ اللَّهُ الْأَمْثَالَ لِلنَّاسِ وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ ﴿۳۵﴾
আল্লাহ আকাশম-লী ও ভূম-লের জ্যোতি, তাঁর জ্যোতির উপমা হল একটি তাক সদৃশ যার মধ্যে আছে এক প্রদীপ, আর প্রদীপটি আছে এক কাচের ফানুসের মধ্যে এবং ফানুসটি উজ্জ্বল নক্ষত্র সদৃশ; সেটা (প্রদীপ) এমন প্রাচুর্যময় জয়তুন বৃক্ষের তেলে প্রজ্বলিত হয়, যা না প্রাচ্যের, আর না প্রতীচ্যের, ওর তেল যেন এখনই প্রজ্বলিত হবে যদিও তাতে অগ্নিসংযুক্ত না হয়; জ্যোতির ওপর জ্যোতি। আল্লাহ যাকে ইচ্ছা তাঁর জ্যোতির দিকে পথ প্রদর্শন করেন এবং আল্লাহ মানুষের জন্য উপমাসমূহ বর্ণনা করেন; বস্তুত আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ।
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
وَالضُّحَى ﴿۱﴾
১) শপথ পূর্বাহ্নের
وَاللَّيْلِ إِذَا سَجَى ﴿۲﴾
২) শপথ রজনীর যখন তা নিঝুম হয়,
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى ﴿۳﴾
৩) তোমার প্রতিপালক না তোমাকে পরিত্যাগ করেছেন, আর না তোমার প্রতি বিরূপ হয়েছেন
وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى ﴿۴﴾
৪) অবশ্যই তোমার জন্য পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়।
وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى ﴿۵)
৫) তোমার প্রতিপালক তোমাকে এতটা দান করবেন যে, তুমি সন্তুষ্ট
হবে।
মুসলিম বিশ্ব এবং মিশরের প্রখ্যাত ক্বারি অধ্যাপক আহমাদ নায়িনায়র উপস্থিতিতে ইন্দোনেশিয়ার রেস্টুরেন্টে তার ভক্তের কুরআন তিলাওয়াতের ভিডিওটি ইকনা'র দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হল: