IQNA

পবিত্র কুরআন ও হাদিসে মানুষের জীবনের কর্মসূচী রয়েছে

23:22 - March 25, 2017
সংবাদ: 2602779
পবিত্র কুরআনে বলা হয়েছে, «فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْراً يَرَهُ» কিয়ামতের দিন মানুষকে তাদের সকল ভাল ও মন্দ কাজের প্রতিদান দেয়া হবে।




বার্তা সংস্থা ইকনা: মহানবী হযরত মুহাম্মাদ(সা.) তার জীবনের শেষ দিকে এসে বিদায় হজে বলেছেন: আমি তোমাদের মাঝে দুটি উত্তম ও ভারি জিনিস রেখে যাচ্ছি একটি হচ্ছে আল্লাহর কোরআন আর অপরটি হচ্ছে আমার আহলে বাইত।

রাসূল(সা.) বলেছেন:
وأنا تارك فيكم ثقلين، أولهما كتاب الله فيه الهدى والنور، فخذوا بكتاب الله واستمسكوا به ” فحَثَّ على كتاب الله ورغَّبَ فيه، ثم قال :” وأهل بيتي، أذكِّرَكُمُ الله في أهل بيتي، أذكِّرَكُمُ الله في أهل بيتي، أذكِّرَكُمُ الله في أهل بيتي

মহানবী হযরত মুহাম্মাদ (সা.) বলেছেন: আমি তোমাদের মাঝে দুটি ভারী ও সর্বোত্তম জিনিস রেখে যাচ্ছি। একটি হচ্ছে আল্লাহ তায়ালার কিতাব যার মধ্যে হেদায়েত এবং নূর রয়েছে। একে ভালভাবে ধারণ কর। কিতাবুল্লাহর উপর মানুষদিগকে উৎসাহ দিয়েছেন। দ্বিতীয়টি হচ্ছে,আমার আহলে বাইত। আমি তোমাদেরকে আহলে বাইতের ব্যাপারে আল্লাহর ভীতি প্রদর্শন করছি। তোমরা আমার আহলে বাইতের ব্যাপারে আল্লাহকে ভয় কর। (মুসলিম শরীফ)

এ হাদীসে পাকের মাধ্যমে একথা দিবালোকের ন্যায় স্পষ্ট হল যে, হুজুর পাক সাল্লাল্লাহু তা’আলা আলায়হি ওয়াসাল্লাম-এর পবিত্র বংশধর তথা আহলে বাইতের শ্রেষ্ঠত্ব ও মর্যাদা কুরআনে কারীমের মতই । যেমনিভাবে ঈমানের জন্য কুরআনকে মানা অপরিহার্য,তেমনিভাবে নবীজীর আহলে বাইতকেও মানা অপরিহার্য। দ্বিতীয় কোন বংশ এ মর্যাদা অর্জন করতে সক্ষম হয়নি।

قال رسول الله صلى الله عليه وسلم احبونى لحب الله واحبوا اهل بيتى لحبى

হযরত আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত হয়েছে, হযরত রাসূলে খোদা সাল্লাল্লাহু আালায়হি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান,আল্লাহর ভালবাসার কারণে আমাকে ভালবাসা আর আমার কারণে আমার আহলে বাইতকে ভালবাসা।

মহানবীর (সা.) পর পবিত্র কুরআনের তাফসীর মূলত তার পবিত্র আহলে বাইতের কাছ থেকেই শুনতে ও যানতে হবে। তাহলেই নবীর এই আদেশ পালন করা হবে।
captcha