বার্তা সংস্থা ইকনা: ইমাম হুসাইনের (আ.) আরবাইন উপলক্ষে লন্ডনে ইসলামিক সেন্টারে ১ম ডিসেম্বরে স্থানীয় সময় ২০টায় বিশেষ শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এছাড়াও মহানবী হযরত মুহাম্মাদের (সা.) পবিত্র ওফাত বার্ষিকী এবং ইমাম হাসান মুজতাবা (আ.) ও ইমাম আলী ইবনে মুসা আল রেজা’র (আ.) পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে উক্ত ইসলামিক সেন্টারে ১০ ও ১১ই ডিসেম্বর স্থানীয় সময় ২০টায় বিশেষ শোক মজলিশ অনুষ্ঠিত হবে।
3447198