ফিলিস্তিনি সংবাদ সংস্থা মা’আনের বরাত দিয়ে ইকনা জানায়, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় তেল আবিবের পশ্চিম তীরে নতুন ১৯টি ইহুদি বসতি নির্মাণের পরিকল্পনা অনুমোদনের নিন্দা করেছে।
মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে যে, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক রেজোলিউশনের লঙ্ঘন।
বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সৌদি আরবের আহ্বান পুনর্ব্যক্ত করা হয়েছে যেন তারা এই লঙ্ঘন বন্ধে নিজেদের দায়িত্ব পালন করে।
গত সপ্তাহে ইসরায়েলি মন্ত্রিসভা পশ্চিম তীরের দখলকৃত অঞ্চলে ১৯টি বসতিকে আইনি মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে দুটি বসতি ২০ বছর আগে নিরাপত্তা ও অর্থনৈতিক কারণে খালি করা হয়েছিল।
পশ্চিম তীর— যে ভূখণ্ড ফিলিস্তিনিরা ভবিষ্যত রাষ্ট্রের জন্য দাবি করে— এই বসতিগুলোকে বৈধতা দেওয়ার প্রস্তাব এসেছে চরম ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের পক্ষ থেকে।
সৌদি আরব তার বিবৃতিতে জোর দিয়ে বলেছে যে, আন্তর্জাতিক সম্প্রদায়কে এই আগ্রাসন বন্ধে দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে।
দেশটি ফিলিস্তিনি জনগণের প্রতি তার অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং ১৯৬৭ সালের সীমানায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রচেষ্টায় সমর্থনের কথা উল্লেখ করেছে। 4323397#