IQNA

হযরত জাহরা (সা.)-এর মিলাদে আয়াতুল্লাহ সিস্তানির সঙ্গে সাক্ষাৎ পুনরায় শুরু

12:35 - December 13, 2025
সংবাদ: 3478602
ইকনা- ইরাকের শীর্ষস্থানীয় মারজা তাকলিদ আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী সিস্তানি (দা.) ফ্লু থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে আজ শুক্রবার নজফ আশরাফে জিয়ারতকারী ও মুমিনদের সাক্ষাৎ গ্রহণ করেছেন। এই সাক্ষাৎ হযরত ফাতিমা জাহরা সালামুল্লাহি আলাইহা-এর পবিত্র মিলাদ উপলক্ষে অনুষ্ঠিত হয়।

ইকনা নিউজ এজেন্সি জানিয়েছে, সংক্ষিপ্ত অসুস্থতার পর আজ থেকে তাঁর সাধারণ সাক্ষাৎ কর্মসূচি পুনরায় শুরু হয়েছে। এই প্রথম সাক্ষাতেই তিনি মুমিনদের এই ফরখুন্দা উপলক্ষে অভিনন্দন জানান এবং আল্লাহ তাআলার কাছে তাদের স্বাস্থ্য ও নিরাপত্তার ধারাবাহিকতা কামনা করেন।

তিনি বিশেষভাবে আহলে বাইত (আলাইহিমুস সালাম)-এর ওলায়তে অটল থাকা এবং তাঁদের পথে অবিচল থাকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এটিই মুসলিম সমাজের সৌভাগ্য ও স্থিতিশীলতার নিশ্চয়তা।

আয়াতুল্লাহ সিস্তানি মুমিনদের আহলে বাইত (আ.)-এর ওলায়তে দৃঢ় থাকতে এবং তাঁদের পথে অব্যাহত চলতে আহ্বান জানান এবং আল্লাহর কাছে সকলের জন্য রহমত ও অনুগ্রহ প্রার্থনা করেন।

এই সাক্ষাৎ তাঁর স্বাস্থ্যের পূর্ণ সুস্থতার সুসংবাদ এবং মুমিনদের সঙ্গে সরাসরি যোগাযোগ পুনঃস্থাপনের প্রতীক। সংক্ষিপ্ত অসুস্থতার সময় তাঁর অনুসারী ও ভক্তদের মাঝে ব্যাপক উদ্বেগ দেখা গিয়েছিল। 4322415#

captcha