আল-মানার চ্যানেলের ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : মাহফিল দামেস্কের মুফতি আব্দুল ফাত্তাহ আল-বায্মে’র ইমামতিতে এশার নামাযের পর শুরু হয় এবং বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে অব্যাহত থাকে।
এতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সিরীয় ক্বারী ‘শেইখ কামাল আল-হাওয়ারী’। এরপর সিরিয়ার ওয়াকফ বিষয়ক মন্ত্রী ‘মুহাম্মাদ আব্দুস সাত্তার আস-সাইয়্যেদ বক্তব্য রাখেন।
তিনি তার বক্তব্যে বলেন : যারা খাওয়ারেজ ও বেদুঈনদেরকে জাগিয়ে তুলেছে এবং তাকফিরীদেরকে আমাদের দেশে আমন্ত্রণ জানিয়েছে তারা সুন্নাতকে দিয়ে ওয়াহাবিবাদকে এবং ধর্মকে দিয়ে খাওয়ারেজকে নিয়েছে।
তিনি বলেন : যদি বিশ্বের সকল জাতি জেনেভায় সমবেত হয় তবুও তারা সিরিয়ার জনগণ যা কিছু চায় তা ব্যতীত অন্য কোন ফলাফলে পৌঁছুতে পারবে না।
উল্লেখ্য, এরপূর্বে আসাদ সর্বশেষ ঈদুল আযহার নামাযে জনসম্মুখে এসেছিলেন।#1358106