IQNA

হযরত মুহাম্মাদ (সা.)-এর জন্মস্থানের নিকটে ধাবিত হচ্ছে বিন লাদেনের বুলড্রেজার

16:42 - February 25, 2014
সংবাদ: 1380036
আন্তর্জাতিক বিভাগ: সম্প্রতি ইন্ডিপেন্ডেট সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য বিন লাদেনের বুলড্রেজার হযরত মুহাম্মাদ (সা.)-এর জন্মস্থানের নিকটে চলে এসেছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য বিলিয়ন ডলার ব্যয় হচ্ছে। পবিত্র কাবা-ঘর সংলগ্ন মসজিদুল হারামের পাশে একটি উঁচু ভূমিতে বিশ্বনবী (সা.)’র জন্মের পবিত্র স্থানটির ওপরে রয়েছে একটি লাইব্রেরি। এই লাইব্রেরিটি নির্মাণ করা হয়েছিল এমন একটি ঘরের ওপর যেখানে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী (সা.)। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য বিশ্বনবী (সা.)’র জন্মস্থানের ওপর নির্মিত উক্ত লাইব্রেরিটি ভেঙ্গে ফেলা হবে।
গত বছরেও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য এ লাইব্রেরিটি ভেঙ্গে ফেলার চেষ্টা চালিয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ সে প্রকল্পের পরিবর্তন ঘটিয়েছিল। এবার বিন লাদেন নামক এক কোম্পানি নতুন প্রকল্প বাস্তবায়নের দায়ভার গ্রহণ করেছে এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য বিন লাদেন কোম্পানি এ লাইব্রেরিটি ধ্বংসের জন্য চাপ প্রয়োগ করছে।
সম্প্রতি নানা সূত্রে খবর এসেছে যে, সৌদি কর্তৃপক্ষ এই পবিত্র স্থান ধ্বংসের অনুমতি দিয়েছে। কয়েকটি আকাশচুম্বী হোটেল নির্মাণ ও মসজিদুল হারাম সম্প্রসারণের অজুহাতে ধ্বংস করা হবে বিশ্বনবী(সা.)’র জন্মস্থান।
বলাবাহুল্য, সৌদি কর্তৃপক্ষ ইসলামের ঐতিহাসিক স্থাপত্যের প্রতি অবহেলা করে, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অজুহাতে একের পর এক  ইসলামি ঐতিহ্যগুলো ধ্বংস করছে।
1377885

captcha