
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ধর্ম উন্নয়ন জাতীয় ফাউন্ডেশন ১৯৭৮ সালে গঠিত হয়েছে এবং এপর্যন্ত সফল ভাবে নিজেদের কাজ সম্পন্ন করেছে। চলতে বছরে এ ফাউন্ডেশনের শ্লোগান ‘ঐক্যের সফলতায়, ভালবাসার উন্নতি’।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক এক বিবৃতিতে জানিয়েছেন: মানুষের মধ্যে ভালোবাসার ঘাটতির করণে নিজেদের মধ্যে ব্যবধান সৃষ্টি হয়। যদি এবিষয়টির কোন সুরাহা না করা হয়, তাহলে শুধুমাত্র মানুষের মধ্যে ব্যবধান সৃষ্টি হবে না, বরং অস্থিরতাও সৃষ্টি হবে।
হযরত মুহাম্মাদ (সা.) একমাত্র ব্যক্তি যিনি দেখিয়ে দিয়েছে কিভাবে বিভিন্ন গোত্রের মধ্যে ঐক্য তৈরি করতে হয়।
নাজিব তুন রাজাক উক্ত ফাউন্ডেশন সম্পর্কে বলেন: এ ফাউন্ডেশন বিভিন্ন ইসলামিক কর্মের মাধ্যমে ইসলাম ধর্মের সঠিক রূপকে জনসাধারণের মধ্যে তুলে ধারার চেষ্টা করছে।
http://www.irna.ir/fa/News/81102117/%D8%A2%D8%B3%DB%8C%D8%A7_%D9%88_%D8%A7%D9%82%DB%8C%D8%A7%D9%86%D9%88%D8%B3%DB%8C%D9%87/%D9%86%D8%AE%D8%B3%D8%AA_%D9%88%D8%B2%DB%8C%D8%B1_%D9%85%D8%A7%D9%84%D8%B2%DB%8C__%D8%A7%D8%B3%D9%84%D8%A7%D9%85_%D8%AF%DB%8C%D9%86_%D8%B9%D8%B4%D9%82_%D9%88_%D8%A7%D8%AD%D8%AA%D8%B1%D8%A7%D9%85_%D8%A7%D8%B3%D8%AA