IQNA

বাংলাদেশ তাহফীজুল কুরআন সংস্থার উদ্যোগে চট্টগ্রামে ২৯তম শিক্ষা প্রতিযোগিতা

14:07 - May 10, 2009
সংবাদ: 1776414
বাংলাদেশের চট্টগ্রামের পটিয়ায় বাংলাদেশ তাহফীজুল কুরআন সংস্থার উদ্যোগে আগামী ১৭ই জুন থেকে তিন দিন ব্যাপী ২৯তম শিক্ষা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ।
বাংলাদেশের জাতীয় দৈনিক ইনকিলাব জানিয়েছে, বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামের পটিয়ার আল-জামিয়া আল-ইসলামিয়া সম্মেলন কক্ষে বাংলাদেশ তাহফীজুল কুরআন সংস্থার উদ্যোগে আগামী ১৭ থেকে ১৯ জুন পর্যন্ত তিন দিন ব্যাপী ২৯তম শিক্ষা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে । প্রতিযোগিতার আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দুটি গ্রুপে এই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ।প্রথম গ্রুপ পূর্ণ কুরআন হিফজ সমাপ্তকারী, দ্বিতীয় গ্রুপ ১ম ১৫ পারা হিফজ সমাপ্তকারী।প্রতিযোগিতায় অংশগ্রহণের শর্তাবলী হচ্ছে : প্রতিযোগিকে অবশ্যই বর্তমান তাহফীজুল কুরআন এর অধ্যয়নরত ছাত্র হতে হবে , বাংলাদেশের যে কোন হেফজে কুরআন প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে উক্ত প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিতে হবে। ব্যক্তিগতভাবে অংশগ্রহণের কোন সুযোগ নেই, সংস্থার পক্ষ হতে প্রেরিত নির্দিষ্ট ফরমে প্রতিযোগিদের বিস্তারিত নাম, ঠিকানা, প্রতিষ্ঠানের সীলমহর ও মোবাইল নাম্বারসহ ১ লা জুন সোমবারের মধ্যেই সংস্থার প্রধান কার্যালয়ে পৌঁছাতে হবে, জ্ঞাতব্য প্রেরিত বিবরনের অনুলিপি প্রতিযোগিতার দিন দাখিল করা আবশ্যক, ১৬ জুন মঙ্গলবার রাত ১১ টার মধ্যেই সংস্থার প্রধান কার্যালয় হতে প্রত্যেক প্রতিযোগিকে অবশ্যই প্রবেশপত্র সংগ্রহ করতে হবে । প্রবেশ পত্র বিহীন কোন প্রতিযোগীর একই গ্রুপে পুনরায় অংশগ্রহণের সুযোগ থাকবে না । প্রতিটি হেফজ প্রতিষ্ঠান থেকে প্রতি গ্রুপে একজন করে দু’জনই অংশ গ্রহণ করতে পারবে । এর অধিক কোনরকমেই গ্রহণযোগ্য নয়। ১৫ বছরের বয়সোর্ধ্বদের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ নেই । প্রতিটি ফরম কেবলমাত্র দুজন প্রতিযোগীর জন্য নির্ধারিত ( ফরমের ফটোকপি / অনুলিখিত কপি গ্রহণযোগ্য ) , অংশগ্রহণকারী নামের তালিকা প্রেরণ করার সময় হেফজখানার সর্বমোট ছাত্র সংখ্যা ও শিক্ষকের নাম - ঠিকানাসহ উল্লেখ করতে হবে। উল্লেখ্য, গত বছরের ন্যায় উভয় গ্রুপের পুরস্কার বিজয়ী প্রতিযোগীদের থেকে ১০ জন করে মোট ২০ জন প্রতিযোগী নিয়ে বিশেষ প্রতিযোগিতার আয়োজন এ বছরও থাকবে এবং উভয় গ্রুপের প্রথম ৩ জনকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। #
captcha