IQNA

21:59 - January 12, 2010
সংবাদ: 1872243
চলতি ইরানী বছরের শেষ দিকে পবিত্র কোম নগরীতে ‘সামাজিক নিরাপত্তা বাড়াতে ধর্মীয় সাংস্কৃতিক উন্নয়নের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
সেমিনারের লক্ষ্য হচ্ছে সামাজিক নিরাপত্তা বিধানে ধর্মীয় পুলিশের সামাজিক ভূমিকা নির্ধারণ, অপরাধ কমানোর পথ খুঁজে বের করা এবং নিরাপত্তা বিধানে সাধারণ মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণের বিষয়ে আলোচনা করা। সেমিনার থেকে যে সব বিষয় মূল্যায়ন করা হবে তার মধ্যে অন্যতম হচ্ছে- সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে ইসলামী শিক্ষার ভূমিকা।
পায়ামে-নূর বিশ্ববিদ্যালয়, আইন প্রয়োগকারী সংস্থা, কোমের মাদ্রাসা, কোম বিশ্ববিদ্যালয় এবং কোম প্রদেশের কালচার অ্যান্ড ইসলামী গাইডেন্স অধিদপ্তর যৌথভাবে এ সেমিনারের আয়োজন করবে।
ইসলামী আযাদ বিশ্ববিদ্যালয়ের কোম শাখা, শিক্ষা অধিদপ্তর, হৌজে ও গবেষণা কেন্দ্র এবং সোসাইটি অব ইসলামিক সাইকোলজিও এ সেমিনার অনুষ্ঠানে সহযোগিতা করবে। # 521339
নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: