
সিএআইআর-এর বরাত দিয়ে ইকনা জানায়, আমেরিকায় মুসলিমদের অধিকার রক্ষাকারী এই সংগঠন গাজায় একটি বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলের হামলায় কমপক্ষে ছয়জনের (যার মধ্যে একজন নারী) হত্যাকে নিন্দা করে এটিকে তথাকথিত ‘যুদ্ধবিরতি’র আরেকটি লঙ্ঘন বলে অভিহিত করেছে। সংগঠনটি ট্রাম্প এবং যুদ্ধবিরতির গ্যারান্টর মুসলিম দেশগুলোর প্রতি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলায় একটি শিশুও নিহত হয়েছে।
ওয়াশিংটন ডিসি-ভিত্তিক সিএআইআর বিবৃতিতে বলেছে: একটি বিয়ের উৎসব বোমা হামলা করা একটি বর্বর কর্ম যা দখলদার ইসরায়েলের তথাকথিত ‘যুদ্ধবিরতি’র সম্পূর্ণ অর্থহীনতা প্রকাশ করে। নিরীহ বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃত হত্যা প্রেসিডেন্ট ট্রাম্প এবং যুদ্ধবিরতির গ্যারান্টর মুসলিম দেশগুলোর তাৎক্ষণিক পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরে।
বিবৃতিতে আরও বলা হয়েছে: যতক্ষণ দখলদার ইসরায়েল শাস্তিমুক্তভাবে গাজায় মানুষ হত্যা চালিয়ে যাবে, ততক্ষণ কোনো প্রকৃত যুদ্ধবিরতি সম্ভব নয়। আমাদের সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়কে এই অপরাধে সমর্থন বন্ধ করে সব হামলা তাৎক্ষণিকভাবে বন্ধ এবং এই যুদ্ধাপরাধের জবাবদিহির দাবি জানাতে হবে।
শুক্রবার সিএআইআর সব আমেরিকানকে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা ইসরায়েলকে শীতকালীন সরঞ্জাম ও মানবিক সহায়তা গাজায় প্রবেশে বাধা না দেওয়ার জন্য চাপ দেয়, কারণ ইসরায়েলি অবরোধ ও শীতের কঠোরতায় শিশুরা ঠান্ডায় মারা যাচ্ছে।
তথাকথিত ‘যুদ্ধবিরতি’ ঘোষণার পর ইসরায়েল গাজায় প্রায় ৪০০ জনকে হত্যা করেছে। গাজা যুদ্ধে সিওনিবাদী বাহিনী ৭০ হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে, যাদের অধিকাংশ নারী ও শিশু। নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী প্রকৃত হতাহতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি। 4324120#