IQNA

মাদুরোর বিচারের দায়িত্ব পেল সিয়োনিস্ট কাজী

14:56 - January 04, 2026
সংবাদ: 3478728
ইকনা- ৯৩ বছর বয়সী একজন সিয়োনিস্ট কাজী ভেনিজুয়েলার সাবেক প্রেসিডেন্ট মাদুরোর বিচারের সভাপতিত্ব করবেন।

ইকনা নিউজ এজেন্সির প্রতিবেদন, আল-জাজিরা সূত্রে: সিয়োনিস্ট সাংবাদিক আরিয়েল কাহানা নিজের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছেন, নিউইয়র্ক অঙ্গরাজ্যের ৯৩ বছর বয়সী ইহুদি কাজী আলভিন হেলারস্টেইন নিকোলাস মাদুরোর বিচারের সভাপতিত্ব করবেন। তিনি এর আগে ভেনিজুয়েলার বিরোধীদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারে বাধা দিয়েছিলেন।

দুই দিন আগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হওয়া ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নিউইয়র্কের ফেডারেল আদালতে বিচারের মুখোমুখি হবেন। বিদেশি গণমাধ্যম ও বিশেষজ্ঞরা পূর্বাভাস দিচ্ছেন যে, তার বিরুদ্ধে অভিযোগগুলো নিয়ে আদালতে তীব্র আইনি লড়াই হবে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত প্রকাশিত অভিযোগপত্রটি অনেকাংশে ২০২০ সালে উত্থাপিত অভিযোগপত্রের প্রতিফলন। ট্রাম্পের প্রথম শাসনামলে ২০২০ সালে মার্কিন বিচার বিভাগ মাদুরোকে চারটি অভিযোগে অভিযুক্ত করে—যার মধ্যে মাদক সন্ত্রাসবাদের ষড়যন্ত্র এবং কোকেন রপ্তানির ষড়যন্ত্র অন্যতম। অভিযোগপত্রে নিউইয়র্কের ফেডারেল প্রসিকিউটররা বলেছেন: ভেনিজুয়েলায় মাদুরোর ক্ষমতা বৃদ্ধির সাথে সাথে তিনি “কার্টেল অব দ্য সান” (Cartel of the Sun) নামক একটি মাদক পাচার সংগঠনের নেতা হয়ে ওঠেন।

প্রসিকিউটররা দাবি করেছেন যে, মাদুরোর নির্দেশে এই সংগঠন ক্ষমতা সুসংহত করতে এবং সম্পদ সঞ্চয় করতে সেনাবাহিনী, বিচার বিভাগ এবং গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রে কোকেন প্রবেশের পথ তৈরি করেছে। তারা বিশেষভাবে দাবি করেছেন যে, কোকেন কলম্বিয়া-ভেনিজুয়েলা সীমান্তে উৎপাদিত হয়ে হন্ডুরাসের মতো মধ্য আমেরিকার দেশগুলো হয়ে যুক্তরাষ্ট্রে পাঠানো হতো।

এই মামলার বিচারকার্য পরিচালনা করবেন নিউইয়র্কের দক্ষিণ জেলা ফেডারেল আদালতের কাজী আলভিন হেলারস্টেইন। ১৯৯৮ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন কর্তৃক নিযুক্ত এই কাজীর বর্তমান বয়স ৯৩ বছর। নিউইয়র্ক টাইমস উল্লেখ করেছে: ম্যানহাটানের প্রসিকিউটরদের মধ্যে একটি প্রবাদ রয়েছে যে, “প্রমাণ লুকানো যায় না”—অর্থাৎ গ্রেপ্তারের পর মামলা সাধারণত গ্রেপ্তারের পরিস্থিতি নির্বিশেষে এগিয়ে যায়। কিছু বিশেষজ্ঞ উল্লেখ করেছেন যে, মাদুরোর বিরুদ্ধে মাদক অভিযোগ প্রমাণ করা সহজ নাও হতে পারে। সাবেক মার্কিন জ্যেষ্ঠ কূটনীতিক ব্রায়ান নারাহোন ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন: “কার্টেল অব দ্য সান”-এর প্রকৃত অস্তিত্ব এবং এটি মাদুরোর নেতৃত্বে পরিচালিত হচ্ছে তা প্রমাণ করা চ্যালেঞ্জিং হতে পারে। 4326864#

captcha