আন্তর্জাতিক বিভাগ: পাকিস্তানের শিয়ারা সেদেশে শিয়াদেরকে হত্যার অভিযোগে আগামী ১লা আগষ্ট ইসলাম আবাদ শহরে এক বিক্ষোভ সমাবেশের আয়োজনের কথা ঘোষণা করেছে।
Shiitenews ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: পাকিস্তান মুসলিম ঐক্য পরিষদের মহাসচিব আল্লামা নাসের আব্বাস জাফারী এবং সহকারী মহাসচিব আল্লামা মুহাম্মাদ আমিন শাহিদী গতকাল সোমবার (১২ই জুলাই) এ খবর ঘোষণা করে, পাকিস্তানের করাচী, কোয়েটা ও অন্যান্য শহরে শিয়া হত্যার বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় সেদেশের সরকারের সমালোচনা করেছেন।
তারা নিরাপরাধ মানুষ হত্যার সাথে জড়িত সন্ত্রাসী ও দেশদ্রোহীদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণের জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানান।
পাকিস্তানের শিয়া নেতারা, সেদেশে শিয়া হত্যার মোকাবেলায় এ বিক্ষোভ সমাবেশ আয়োজিত হবে বলে জানিয়েছেন এবং এতে পাকিস্তানের সকল রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন।#613592