IQNA

12:52 - December 22, 2010
সংবাদ: 2051648
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: ২০১০ সালের নারী ও পুরুষদের বিশেষ কোরআন কোর্সের নাম নিবন্ধন আজ ২২শে ডিসেম্বর হতে নিজেরে’র নিয়ামী শহরে শুরু হচ্ছে।
Actualite-islamique ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রশিক্ষণ কোর্স নিয়ামি ইসলামি কেন্দ্রের উদ্যোগে প্রাথমিক ও মাধ্যমিক পর্বে অনুষ্ঠিত হচ্ছে। অংশগ্রহণেচ্ছুগণ শনিবার ২রা জানুয়ারী পর্যন্ত নাম নিবন্ধন করতে পারবেন।
মহিলাদের বিশেষ কোর্সটি আগামী ৩রা জানুয়ারী হতে এবং পুরুষদের বিশেষ কোর্স আগামী ৪ঠা জানুয়ারী হতে মাগরীবের নামাযের পর উক্ত ইসলামি কেন্দ্রে শুরু হবে।
নাম নিবন্ধনের ক্ষেত্রে অংশগ্রহণকারীর জন্য ৩০ বছরের কম বয়সের হতে হবে এবং তাদেরকে অবশ্যই আরবী ও ফরাসী ভাষা জানতে হবে।#716046
নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: