মধ্য এশিয়া শাখার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: আফগানিস্তানের বিজ্ঞান এবং সাংস্কৃতিক সংস্থা ‘তরুণ নীড়ে’-এর প্রচেষ্টায় ধর্মীয় বিষয়ক বিশেষ সংখ্যা “সালাম বানু'র” প্রথম পর্ব এদেশে প্রকাশিত হয়েছে।
বিজ্ঞান এবং সাংস্কৃতিক সংস্থা ‘তরুণ নীড়’ এর পরিচালক জানিয়েছেন, এই বিশেষ সংখ্যা “সালাম বানু'র” কারণে এদেশের নারীদের সম্মান, মর্যাদা, কর্মদক্ষতা এবং বিভিন্ন ক্ষেত্র অনেক সুবিধা বৃদ্ধি পাবে।
এই বিশেষ সংখ্যার কর্তৃপক্ষ জানান, আফগান নারীদের যথেষ্ট সুবিধা প্রদান করা হয়েছে এরফলে এদেশের নারীরা তাদের কথা এবং কলম দিয়ে নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারবে এবং নিজেদের কর্মদক্ষতাগুলো সমাজ এবং বিশ্ববাসীর নিকট তুলে ধরবে।
976017#