ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: এই সাময়িক পত্রিকায়, “ইসলামিক চিন্তা”, “সবুজ স্বদেশপ্রেম; পৃথিবী, প্রতিরোধ শক্তি এবং আহলে বায়েতের জন্য কবিতা”, “আহলে বায়েতের স্মরণ”, “বিশ্বের বিশিষ্ট ব্যক্তিত্বমণ্ডলী”, “ফিলিস্তিনর কবিতা গবেষণা” এবং “ইমাম খোমেনী (রাহ.)-এর দৃষ্টিকোণে আইন শাস্ত্র” বিষয়গুলো সংক্ষিপ্তাকারে বিবরণ দেওয়া হয়েছে।
এই সাময়িক পত্রিকায় উল্লেখিত বিষয়গুলো ছাড়াও “আয়াতুল্লাহ সিসতানির চিকিৎসার সফর এবং নাজাফের সঙ্কট” নামক বই দুটির সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হয়েছে। সংবাদ সংস্থা ‘মাহদি’র বিশেষ ম্যাগাজিনের ৭৭তম পর্ব এবং মোকারেবাতের ১৭ তম পর্ব অতিশীঘ্রই পাঠকদের জন্য জ্ঞাপন করা হবে।
1000226#